The Best Cooking Recipe by Atanur Rannaghar
Macher Matha Diye Bandhakopi Recipe | মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপিতে কি স্পেশাল মসলা দিলাম দেখেনিন
Macher Matha Diye Bandhakopi Recipe | বাঁধাকপি রেসিপি
- Prep Time: 10 Minute
- Cook Time: 30 Minute
- Total Time: 40 Minute
- Category: Non Veg
- Method: Indian
- Cuisine: Indian
Description
মাছের মাথা দিয়ে বাঁধাকপি ( Macher Matha Diye Bandhakopi Recipe ) আপনারা হয়তো অনেকবার খেয়েছেন তবে কিভাবে রান্না করলে এই সাতটা সবথেকে ভালো হয় সেটা জানতে হলে অবশ্যই দেখে নিন এই রেসিপিটি ।
Ingredients
মাছের মাথা দিয়ে বাঁধাকপি উপকরণ ( Macher Matha Diye Bandhakopi Recipe Ingredients )
- বাঁধাকপি
- জল
- পিয়াঁজ
- কাঁচা লঙ্কা
- টমেটো
- মাছের মাথা
- আলু
- সরিষার তেল
- হলুদ গুঁড়ো
- লবন
- শুকনো লঙ্কা
- জিরে
- গোটা ধনে
- এলাচ
- দারুচিনির টুকরা
- কালো জিরে
- তেজপাতা
- কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
- আদা, রসুন
- কড়াইশুঁটি
- ঘি
- ধনেপাতা
Instructions
১. এই রেসিপিটির জন্য প্রথমে নিয়ে নিতে হবে বাঁধাকপি, যদি খুব ছোট মাপের হয় তাহলে আপনারা দুটো বাঁধাকপি নিয়ে নেবেন আর বড় মাপের হলে একটা বাঁধাকপি যথেষ্ট । বাঁধাকপি কাটার জন্য প্রথমে বাঁধাকপি টাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে, এরপর নিচের শক্ত অংশটাকে তেছরা করে কেটে বাদ দিয়ে দিতে হবে । এরপর প্রত্যেকটা ভাগ্যে আরও দুটি ভাগে ভাগ করে পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে । খুব বেশি পাতলা করে কাটার দরকার নেই । বাঁধাকপি টা কাটা হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে । ধোয়া হয়ে গেলে জলটা ফেলে দিতে হবে ।
২. মাছের মাথা দিয়ে বাঁধাকপি ( Macher Matha Diye Bandhakopi Recipe ) করার জন্য প্রথমেই আমাদের ৪ টি পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিতে হবে । আপনারা চাইলে পেঁয়াজ কুচিয়ে নিতে পারেন তবে এখানে পেঁয়াজ পাতলা করে কেটে ব্যবহার করা হয়েছে । এরপর ১০-১২ টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে হবে । এরপর কেটে নিতে হবে ২ টি টমেটো । টমেটোটা খুব বেশি পাতলা করে কাটবেন না একটু লম্বা লম্বা বড় বড় করে কেটে নিতে হবে । খুব বেশি পাতলা করে কেটে নিলে টমেটো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য বাঁধাকপিতে জলে পরিমাণ বেশি হয়ে যাবে । এরপর কেটে নিতে হবে তিনটি মাঝারি মাপের আলু । আলুগুলিকে একটু মাঝারি করে চৌকো করে কেটে নেবেন ।
৩. এরপর একটা করাই নিয়ে নিতে হবে ১০০ মিলি সরষের তেল । তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ হলুদ এবং ১/২ চা চামচ নুন । এরপর একটি মাছের মাথার তেলের মধ্যে দিয়ে দিতে হবে । মাছের মাথা গুলোই যেহেতু আমরা আগে থেকে মেরিনেট করিনি, তাই তেলের মধ্যে লবণ হলুদ অবশ্যই দিয়ে নিতে হবে । মাথার উপরের অংশটা অবশ্যই আগে তেলের মধ্যে দিয়ে দিতে হবে । এরপর ঢাকনা দিয়ে ১-১.৫ মিনিট রান্না করে নিতে হবে । ঢাকনাটা দেওয়ার সময় কড়াইয়ের মুখটা সম্পূর্ণ বন্ধ করবেন না সামান্য খুলে দেবেন যাতে জলের বাষ্পটা বেরোতে পারে । এরপর ঢাকনা খুলে দেখবেন মাছটা প্রায় ৫০ শতাংশ ভাজা হয়ে গেছে । এরপর মাছটাকে উল্টে অপরদিকে ভেজে নিতে হবে । এভাবে করে নিলে মাছটা ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং রংটাও সুন্দর আসবে ।
৪. এরপর বানিয়ে নিতে হবে একটা ভাজা মশলা । তার জন্য প্রথমে শুকনো কড়াইয়ে দিয়ে দিতে হবে ৬ টি শুকনো লঙ্কা, ১ চা চামচ জিরে, ৫ টি এলাচ, ১ চা চামচ গোটা ধনে, ২ টি টুকরো দারচিনি এবং সামান্য নুন । এরপর গ্যাসের ফ্লম কমিয়ে এই মসলা গুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না মসলা গুলি থেকে ফ্লেভার ছাড়তে শুরু করছে এবং হালকা ধোঁয়া বের হচ্ছে । এটা করে নিতে ১-১.৫ মিনিট সময় লাগবে । মসলা গুলি ভাজা হয়ে গেলে এগুলিকে ঠান্ডা করে মিক্সেতে দিয়ে পাউডার করে নিতে হবে ।
৫. মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এগুলিকে অন্য একটা পাত্রে তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিতে হবে ১ চা চামচ কালো জিরে, ২ টি তেজপাতা । এবার গ্যাসের ফ্লেম হায় রেখে আগে থেকে কাটা পেঁয়াজ গুলি এর মধ্যে দিয়ে দিতে হবে । পেঁয়াজ গুলি ষাট শতাংশ ভেজা নিতে হবে । এই সময় দিয়ে দিতে হবে আলু গুলি । যদি আপনারা পেঁয়াজ গুলি আগেই অনেক বেশি ভেজে নেন তাহলে আলুগুলি ভাজা হতে হতে পেঁয়াজ গুলি বেশি কালো হয়ে যাবে ।
৬. এরপর ঝালের জন্য দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা । এরপর ১.৫ থেকে ২ মিনিট ভেজে নিলে দেখবেন আলুগুলিও ভালো করে ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজ গুলিও লাল লাল হয়ে যাবে । এরপর দিয়ে দিতে হবে রঙের জন্য সামান্য হলুদ গুঁড়ো ও ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো । সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো যাতে মসলা গুলি জ্বলে না যায় । টমেটো যাতে একদম ভালো করে গলে যায় তার জন্য দিয়ে দিতে হবে ২ চা চামচ আদা রসুন বাটা । টমেটো দেওয়ার পরেই আদা রসুন বাটা টা দিয়ে দেবেন যাতে গন্ধটাও থাকে এবং পেঁয়াজ টাও ভালোভাবে গলে যায় । গ্যাসের আঁচ কমিয়ে ২ মিনিট মতন মসলাটা ভালো করে কষিয়ে নেবেন ।
৭. মসলা থেকে তেল ছাড়তে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে কড়াইশুঁটি । যদি ফ্রোজেন কড়াই শুটি হয় সেক্ষেত্রে আপনারা এটা একটু পরে দিয়ে দেবেন কারণ সেটা সামান্য সিদ্ধ করা থাকে । আর যদি সাধারণ কড়াইশুঁটি হয় তাহলে অবশ্যই এই সময় দিয়ে দেবেন । তাহলে বাঁধাকপির বাঁধাকপি ( Macher Matha Diye Bandhakopi Recipe ) রান্না হতে হতে মটরশুটি গুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ।
৮. এরপর দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি গুলি । আর অবশ্যই এ সময় দিয়ে দেবেন স্বাদমতো নুন । নুন দেওয়ার ফলে বাঁধাকপি থেকে ভালোভাবে জলটা বেরিয়ে আসে এবং তাড়াতাড়ি নরম হয়ে যায় । বাঁধাকপি টা প্রথমে অনেক বেশি মনে হলেও দু তিনবার মেশালেই দেখবেন বাঁধাকপি টা হালকা কমে আসবে । এরপর ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে ৫-৭ মিনিট । এরপর ঢাকনা খুলে আরো একবার মিশিয়ে নেবেন । এই সময় বাঁধাকপি ( Macher Matha Diye Bandhakopi Recipe ) গুলি ৬০ শতাংশ মতো রান্না হয়ে যাবে ।
৯. এই সময় দিয়ে দিতে হবে মাছের মাথাগুলি । মাথা গুলিকে খুন্তি দিয়ে একটু ভেঙ্গে দেবেন যাতে মেশাতে সুবিধা হয় । এরপর ভালো করে মিশিয়ে রান্না করে নিন দুই থেকে তিন মিনিট । এরপর যখন দেখবেন বাঁধাকপি টা ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা ভাজা মসলা, ১ চা চামচ ঘি । আপনারা অনেকেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি ( Macher Matha Diye Bandhakopi Recipe ) রান্না করার আগে বাঁধাকপি টা একটু ভাপিয়ে নেন । তারা যদি এই পদ্ধতিতে বাঁধাকপি রান্না করেন তাহলে দেখবেন এই স্বাদটা আরো অনেক বেশি ভালো হয় । আর সবশেষে উপর থেকে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি ।
আর একবার ভালো করে মিশিয়ে নিলেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি ( Macher Matha Diye Bandhakopi Recipe ) একদম তৈরি । গরম গরম ভাতের সাথে এরকম বাঁধাকপি হলে আশা করি আর কিছুই লাগবেনা ।
অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | Macher Matha Diye Bandhakopi Recipe | মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপিতে কি স্পেশাল মসলা দিলাম দেখেনিন