The Best Cooking Recipe by Atanur Rannaghar
Katla Macher Jhol Recipe | কাতলা মাছের রেসিপি
Katla Macher Jhol Recipe | কাতলা মাছের রেসিপি
- Prep Time: 20 Minute
- Cook Time: 30 Minute
- Total Time: 50 Minute
- Category: Fish
- Method: Indian
- Cuisine: Indian
Description
কাতলা মাছ আপনারা অনেকেই বাড়িতে খেয়ে থাকেন তবে ঠিক কি পদ্ধতিতে রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে সেটা জানতে হলে অবশ্যই দেখে নিন এই কাতলা মাছের ( Katla Macher Jhol ) রেসিপিটি ।
Ingredients
কাতলা মাছের রেসিপি উপকরণ ( Katla Macher Jhol Ingredients )
- ৭০০ গ্রাম কাতলা মাছ
- শুকনো লঙ্কা
- জিরা গুঁড়ো
- রসুনের কোয়া
- বড় মাপের আলু
- সরিষার তেল
- লবণ
- এলাচ
- দারুচিনি
- তেজপাতা
- কালোজিরে
- আদা কুচি
- পেঁয়াজ বাটা
- কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- হলুদ গুঁড়ো
- ধনে গুঁড়ো
- লবণ
- মাঝারি মাপের টমেটো
- জল
- কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি
Instructions
১. কাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে ৭০০ গ্রাম কাতলা মাছ । এখানে মাছের পিস গুলো মাঝারি মাপের নেওয়া হয়েছে যেরকম আমরা সাধারণত বাড়িতে বানিয়ে থাকি । ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ হলুদ ও ১/২ চা চামচ নুন, এক থেকে দুই চামচ সরষের তেল । এবার সব মাছ গুলির সাথে হলুদ নুন ও তেল ভালো করে মাখিয়ে নেবেন যাতে মন ও হলুদ ভালো করে মাছের সাথে মিশে যায় । সব মাছে করে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে রেখে দিতে হবে ১০ থেকে ১৫ মিনিট ।
২. কাতলা মাছের ঝোল বানানোর জন্য আপনাদের বানিয়ে নিতে হবে একটা বিশেষ পেস্ট যেটার জন্য এর শাদ দ্বিগুণ হয়ে যায় । এটা বানানোর জন্য আপনাদের লাগবে ৫ থেকে ৭ টি শুকনো লঙ্কা । শুকনো লঙ্কার বোঁটা গুলো ছাড়িয়ে নেবেন এরপর এর ভেতরে থাকার বীজগুলি আপনারা বের করে নেবেন । হাতের মধ্যে একটু ঘষলেই দেখবেন বীজগুলি বেরিয়ে আসবে । শুকনো লঙ্কাগুড়ি এখানে সাধারণত রং এবং গন্ধের জন্য ব্যবহার করা হয়েছে আপনারা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ২ থেকে ৩ টি শুকনো লঙ্কার ভেতরের বীজ রেখে দিতে পারেন । এছাড়া পড়ে থাকা বীজ বলে আপনারা অন্য গ্রেভিতে ব্যবহার করতে পারবেন ।
৩. এরপর এই শুকনো লঙ্কার মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ জিরে, ১০ থেকে ১৫ টি রসুন কুয়া । এবার এই সব কিছুকে সামান্য জলে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে যাতে শুকনো লঙ্কার খোলাগুলি নরম হয়ে যায় এবং পেস্ট বানিয়ে নিতে সুবিধা হয় ।
৪. এছাড়া মাছের ঝোল বানানোর জন্য আমাদের লাগবে দুটি বড় মাপের আলু । আলুগুলির খোসা ছাড়িয়ে এগুলিকে ১/৬ করে লম্বা লম্বা করে কেটে নেবেন । এরপর এগুলিকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে যাতে আলু গুলি কালো না হয়ে যায় ।
৫. এবার একটা কড়াই নিয়ে নিতে হবে ১০০ মিলি সরষের তেল । তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলি দিয়ে ভেজে নিতে হবে । মাছ গুলি দেওয়ার আগে তেলের মধ্যে সামান্য নুন দিয়ে নেবেন তাহলে আর মাছগুলি কড়াইয়ের মধ্যে আটকে যাবে না, সহজেই এগুলি পাল্টে ভেজে নিতে পারবেন । মাছগুলি দিয়ে এক দিকটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলিকে উল্টে অপর দিকটাও একইভাবে ভেজে নেবেন । ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখবেন । যদি মাছ পরিমানে বেশি থাকে সেক্ষেত্রে আপনারা দুই ভাগে মাছগুলিকে ভেজে নেবেন । মাছগুলি ভাজা হয়ে গেলে একটা চিমটার মাধ্যমে এগুলিকে তুলে রাখবেন ।
৬. এবার ওই একই তেলে আলু গুলি ভেজে নিতে হবে । আলুগুলির রংটা একটু ভালো আনার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ হলুদ । একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ লবণ । গ্যাসের ফিল্ম টাকে কমিয়ে ৩ থেকে ৪ মিনিট ভালো করে আলু গুলি ভেজে নিতে হবে । খুব বেশি রং এখানে আনার দরকার নেই আলু গুলি প্রায় ৮০% মত ভাজা হয়ে গেলে এগুলিকে তুলে রাখতে হবে ।
৭. এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ৪ টি এলাচ, ১ টি দারচিনি, ১ টি তেজপাতা, ১/২ চা চামচ কালোজিরা । মসলা গুলি দিয়ে একটু ভেজে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দেবেন ১ চা চামচ আদা কুচি ও ৩ টি মাঝারি মাপের পেঁয়াজ বাটা । এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আপনাদের এই সবকিছুকে ভালো করে ভেজে নিতে হবে । আস্তে আস্তে পেঁয়াজের জলটা শুকিয়ে আসবে এবং পেঁয়াজের রংটা বাদামি হয়ে যাবে ।
৮. ঠিক এই সময় আগে থেকে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা জিরে ও জিরে যেটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটাকে ভালো করে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিতে হবে । এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ২ থেকে ৩ মিনিট খুব ভালো করে এই মসলাগুলোকে কষিয়ে নেবেন । রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মত নুন । মসলা গুলি দেওয়ার পরে গ্যাসের ফ্লেম টাকে একদম কম রেখে ভালো করে ২ থেকে ৩ মিনিট কষিয়ে নিতে হবে ।
৯. মসলা থেকে তেল ছাড়া শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৩ টি মাঝারি মাপের টমেটো বাটা । এবার গ্যাসের ফ্লেম মাঝারি রেখে টমেটোর সাথে মসলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে । ৪ থেকে ৫ মিনিট খুব ভালো করে এগুলিকে কষিয়ে নিতে হবে তা না হলে টমেটো কাঁচা গন্ধ কিন্তু যাবে না । এরপর মসলা থেকে তেল ছাড়া শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু । একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল । আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই হিসেবে জলের পরিমাণটা ব্যবহার করবেন ।
১০. যেহেতু আলু গুলি ৮০% মত সিদ্ধ ছিল তাই গ্রেভির সাথে আলুর গুলিকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে তাহলে আলু গুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং গ্রেভি থেকে অনেকটা তেল ছেড়ে দেবে ।
১১. এই সময় গ্লেভির মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছ । মাছের সাথে গ্রেভি টাকে ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের কাতলা মাছের ঝোল কিন্তু একদমই প্রস্তুত ।
১২. সবশেষে দিয়ে দিতে হবে ১ টি বড় বড় করে কাটা টমেটো, দু তিনটে কাঁচা লঙ্কা চেরা এবং সামান্য ধনেপাতা কুচি ।
গরম গরম ভাতের সাথে এরকম কাতলা মাছের রেসিপি ( Katla Macher Jhol ) মাছের ঝোল হলে আশা করি আর অন্য কিছুই লাগবে না ।
অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | কাতলা মাছের রেসিপি | Katla Macher Jhol Recipe
আপনি মাছের ঝোল রেসিপি তৈরি সম্পর্কে খুব ভালো তথ্য দিয়েছেন, এটা পড়ার পর যে কেউ সহজেই দুই মাছের ঝোল বাড়িতে তৈরি করতে পারবেন।
আমাদের ওয়েব সাইডে এসে most popular Recipe গুলো দেখার অনুরোধ রইল ধন্যবাদ।
Thank You.