The Best Cooking Recipe by Atanur Rannaghar
Mutton Kosha Bengali Recipe | বিয়ে বাড়ির স্টাইলে মটন কষা রেসিপি
Mutton Kosha Bengali Recipe | বিয়ে বাড়ির স্টাইলে মটন কষা রেসিপি
Description
বিয়ে বাড়ি মটন কষার ( Mutton Kosha Bengali Recipe ) রং এবং স্বাদ এতটা ভালো কেন হয় সেটা এই রেসিপি দেখে মটন কষা রান্না করলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া খুব ব্যস্ততার মধ্যে কম সময়ে মটন কষা রান্না করতে হলে অবশ্যই দেখে নিতে হবে এই রেসিপিটি ।
Ingredients
বিয়ে বাড়ির স্টাইলে মটন কষা ( Mutton Kosha Bengali Recipe Ingredients ) উপকরণ
- ৭০০ গ্রাম মটন
- ১ চা চামচ হলুদ
- স্বাদমতো নুন
- ১ চা চামচ সরষের তেল
- ৫০ মিলি সরষের তেল
- ২ টি তেজ পাতা
- ৪ টি এলাচ
- ৩ টি লবঙ্গ
- ২ টি দারচিনির টুকরো
- ৩০০ গ্রাম পিয়াঁজ পাতলা করে কাটা
- স্বাদমতো নুন
- ১ চা চামচ হলুদ
- ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- ১ চা চামচ জিরে গুঁড়ো
- ২ চা চামচ ধনে গুঁড়ো
- ২ চা চামচ আদা ও রসুন বাটা
- ২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
- ২ টি ছোট টমেটো বাটা
- ৩ চা চামচ টক দই
- জল
- স্বাদমতো নুন
Instructions
১. মটন কষা বানানোর জন্য একটা প্রেসার কুকারে দিয়ে দিতে হবে ৭০০ গ্রাম মটন । এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন আর ১ চা চামচ সরষের তেল এবার সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে । সিদ্ধ করার জন্য জল ব্যবহার করতে হবে না প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে তিন থেকে চারটি সিটি দিয়ে নিতে হবে ।
নোট – গ্যাসের প্রেমটা অবশ্যই কমিয়ে রাখতে হবে তাহলে মটন থেকে অনেকটা জল ছেড়ে দেবে এবং মটন গুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ।
২. এবার একটি কড়ায় এ দিয়ে দিতে হবে ৫০ মিলি সরষের তেল । তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি তেজপাতা, ৪ টি এলাচ, ৩ টি লবঙ্গ, ২ টুকরো দারচিনি । এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে যাতে গরম মসলার গন্ধ তেলের মধ্যে চলে আসে ।
৩. এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পাতলা করে কাটা ৩০০ গ্রাম পেঁয়াজ । এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে । এবার গ্যাসের ফ্লেম হাই করে এটাকে ভাজতে হবে যতক্ষণ না এটা বাদামি হয়ে আসছে । এটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন । তাহলে ৩ থেকে ৪ মিনিট ভাজলে আপনারা দেখবেন এটা বাদামি হয়ে আসবে । খুব বেশি লাল করে ভাজার দরকার নেই ।
৪. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ হলুদ, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুরো, ২ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরা গুঁড়ো । ভালো করে একবার মিশিয়ে নিতে হবে ।
৫. এরপরই মসলা থেকে একটু তেল ছেড়ে দিলে ২ চা চামচ আদারসুন বাটা, ২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে । কারণ যেহেতু আমরা প্রেসার কুকারে মটন রান্না করে নিচ্ছি তাই আগে থেকে আনা রসুন বাটা তেলে দিয়ে কষিয়ে না নিলে কাঁচা গন্ধটা কিন্তু যাবে না একদমই ভালো আসবে না । এবার খুব ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে ।
৬. মসলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি ছোট টমেটো বাটা । এটা আপনাদের ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে । ৪ থেকে ৫ মিনিট কষিয়ে নিলেই হবে ।
৭. টমেটো থেকে জলটা ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৩ চা চামচ টক দই আর একবার ভালো করে মিশিয়ে নিতে হবে । এরপর প্রেশার কুকারে সিদ্ধ করা মটনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে । এবার ৪ থেকে ৫ মিনিট মসলার সাথে মটনগুলি কষিয়ে নিতে হবে । এই সময় অবশ্যই একবার লবণ এর স্বাদ টা দেখে নেবেন । আবার ঢাকনা দিয়ে ৩ থেকে ৪ মিনিট রান্না করে নিতে হবে ।
৮. এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল । জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাই করে ৩ থেকে ৪ মিনিট রান্না করে নিতে হবে । তাহলে বিয়ে বাড়ির মত মটন কষা একদম তৈরি ।
তাহলে গরম গরম পরিবেশন করে ভাত বা পোলাও এর সাথে মটন কষা রেসিপি ( Mutton Kosha Bengali )।
অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | Biye Bari Mutton Kosha Bengali Recipe | বিয়ে বাড়ির স্টাইলে মটন কষা রেসিপি
Cooked it today . Word by word weight by weight . Made a minor modification , added one black cardamom ( was needed actually) and added back the meat extract .
Liked the very fast process . Your video, tips, written descriptions, quantities needsd are perfect .
The best thing is you didnt add that mysterious masla ” called garam mssla”
Barring few cheffs most add a garam masala powder . They dont say which brand , his own secret or not . It is so irritating , a mixed masala of diff brand can change the flavour drastically .( you know it ) .
I was relieved that you didnt use any secret masala .
Final product was very good , and very different for me . ( luckily i haven’t tasted your cooking , else mon kharap hoe jeto .
Party dish library te save korlam
Bhalo thheko .
( cooking is my hobby and i am not a cook because i cant reproduce same taste, flavour for the same dish days in days out )