The Best Cooking Recipe by Atanur Rannaghar

Begmati Chicken Recipe | বেগমতি চিকেন জাস্ট ফাটাফাটি রেসিপি 

Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Begmati chicken recipe| Chicken Begmati|Chicken recipe in bangla

Begmati Chicken Recipe | বেগমতি চিকেন জাস্ট ফাটাফাটি রেসিপি 

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 10 minutes
  • Cook Time: 30 minutes
  • Total Time: 40 Minutes
  • Category: Chicken
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

এই রেসিপিটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল একবার হলেও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই বানাবেন এত কম উপকরণ দিয়ে এত সুস্বাদু চিকেনের বেগমতী চিকেন রেসিপি, ( Begmati Chicken Recipe ) বানানো যায় সেটা সেটা ভাবাই যায় না


Ingredients

বেগমতী চিকেন Begmati Chicken Recipe ) উপকরণ –

  • ৫০০ গ্রাম চিকেন
  • ১০ ১৫ টি কাজুবাদাম
  • টি পিয়াঁজ কুচি
  • ১০০ মিলি সাদাতেল
  • টি পিয়াঁজ কুচি
  • স্বাদমতো নুন
  • চা চামচ,আদা,রসুন বাটা
  • চা চামচ জিরে গুঁড়ো
  • চা চামচ ধনে গুঁড়ো
  • / চা চামচ হলুদ
  • কাজুবাটা
  • / চা চামচ কালো মরিচ
  • জল
  • পিয়াঁজ পাতা
  • ধনেপাতা
  • ১০ টি কাঁচালঙ্কা
  • মাত্র মিনিট ব্যাঞ্চ করে নেবেন  
  • বরফ জল

Instructions

বেগমতী চিকেন ( Begmati Chicken Recipe ) রান্নার পদ্ধতি –

১. প্রথমে ৫০০ গ্রাম চিকেন মাঝারি সাইজের করে কেটে নিতে হবে চিকেন থাকা ফ্যাট এবং হার গুলি যতটা সম্ভব বাদ দিয়ে দিন অথবা বোনলস্ চিকেন ব্যবহার করতে পারেন 

২. ১০ থেকে ১৫ টা কাজু কিছুক্ষণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে মিহি করে পেস্ট করে নিতে হবে 

৩. এবার কড়াইয়ে ১০০ মিলি সাদা তেল নিয়ে হালকা গরম করে তার মধ্যে দিয়ে দিন, দুটো এলাচ, চারটি পেঁয়াজ কুচি ( পেঁয়াজ গুলো যতটা সম্ভব মিহি করে কেটে নেবেন অথবা পেস্ট করে নিতে পারেন )  

৪. পিয়াজটা ভাজার সময় সদ্ মতো নুন দিয়ে নিন  পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে, দিয়ে দিন ৫ চা চামচ আদা, রসুন বাটা 

৫. আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কাটা চিকেন গুলো দিয়ে দিতে হবে  চিকেন টা দেওয়ার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে ৫ থেকে ৭ মিনিট রান্না করে নিতে হবে

৬. চিকেন এবং পেঁয়াজ থেকে তেল ছাড়া শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ জিরা গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো এবং ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, এবার ২ থেকে ৩ মিনিট সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে 

৭. মশলাটা থেকে তেল ছাড়া শুরু হলে দিয়ে দিন কাজুর পেস্ট এবং ১০ থেকে ১৫ মিনিট খুব কম ফ্লেমে রান্না করে নিন 

৮. তেল ছাড়া শুরু হলে দিয়ে দিতে হবে ১/২ চামচ কালো মরিচের গুঁড়ো এবং সেটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো দুই থেকে তিন মিনিট রান্না করে নিন 

৯. সবুজ পেস্ট – এটি বানানোর জন্য নিতে হবে বেশ কিছুটা ধনেপাতা পেঁয়াজপাতা এবং দশটি কাঁচালঙ্কা  এই সব গুলি কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে তাতে ঠিক ১ মিনিট সিদ্ধ করে নিন  এরপর সঙ্গে সঙ্গে সমস্তটা তুলে একটি বরফ জলভরা বাটির মধ্যে ডুবিয়ে রেখে দিন 

নোট – পেঁয়াজপাতা এবং ধনেপাতা বেশি সেদ্ধ হয়ে গেলে বা এই বরফ জলের মধ্যে ডুবিয়ে না রাখলে কিন্তু উজ্জ্বল সবুজ রংটা কখনোই আসবেনা 

১০. চিকেনে কালো মরিচ দেওয়ার পরে যে জলে ধনেপাতা এবং পেঁয়াজ পাতার সিদ্ধ করা হয়েছিল, সেই জলটা এক হাতা দিয়ে, কড়াই ঢাকা দিয়ে, ৫ থেকে ৭ মিনিট রান্না করে নিতে হবে  এতে চিকেনের গ্রেভি টা ভালোভাবে রান্না হয়ে যাবে 

১১. বরফ জলে ভিজিয়ে রাখা পেঁয়াজ পাতা এবং ধনেপাতা খুবই সামান্য জল দিয়ে পেস্ট করে নিতে হবে, এবং চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে  ( এখানে ১ চামচ লেবুর রস দিয়ে দিতে পারেন তাতে কিন্তু স্বাদ টা আরও ভালো হয় ) এবার শুরু থেকে তিন মিনিট চিকেন টাকে হাই ফ্লেমে ভালোভাবে রান্না করে নিতে হবে 

যখনই দেখবেন একটা সুন্দর রং চলে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে বুঝতে হবে বেগমতী চিকেন ( Begmati Chicken Recipe ), ভাত, ফ্রাইড রাইস বা লুচি এর সাথে পরিবেশন এর জন্য একদমই প্রস্তুত

 

অতনুর রান্নাঘর

 

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recipe rating

error: Content is protected !!