The Best Cooking Recipe by Atanur Rannaghar
Niramish Doi Paneer Recipe | নিরামিষ পনির রেসিপি ও ভেজ পোলাও এইভাবে বানিয়ে দেখুন
Niramish Paneer Recipe | নিরামিষ পনির রেসিপি ও ভেজ পোলাও এইভাবে বানিয়ে দেখুন
- Prep Time: 15 Minute
- Cook Time: 40 Minute
- Total Time: 55 Minute
- Category: Veg
- Method: Indian
- Cuisine: Indian
Description
নিরামিষ পনির ( Niramish Doi Paneer Recipe ) এর স্বাদ যে এত ভালো হতে পারে সেটা আপনার এই রেসিপি টা না করলে সত্যিই মিস করবেন । এছাডাও একটা সহজ নিরামিষ ভেজ পোলাও আপনাদের করে দেখবো, যেটা এই পনির এর সাথে খেতে দারুন সুন্দর লাগবে । রেসিপি টা পারফেক্ট বানানোর জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিকস ।
Ingredients
নিরামিষ দই পনির উপকরণ ( Niramish Doi Paneer Ingredients )
- পনির
- সরষের তেল
- বিট নুন
- কাজু বাদাম
- চারমগজ
- টকদই
- জিরে গুঁড়ো
- ধনে গুঁড়ো
- গোলমরিচ গুঁড়ো
- জায়ফল
- সরষের তেল
- শুকনো লঙ্কা
- এলাচ
- জয়ত্রী
- জিরে
- কুচোন আদা
- কাঁচা লঙ্কা
- হলুদ গুঁড়ো
- কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
- টকদই এবং কাজু চারমগজ বাটা
- চিনি
- নুন
- জল
- গরম মশলা
- কসুরি মেথি
- কুচোন ধনেপাতা
ভেজ পোলাও উপকরণ ( Veg Pulao Ingredients )
- তেল
- ঘি
- তেজপাতা
- গোটা গরম মশলা
- গাজর
- বিনস
- কাজু এবং কিশমিশ
- কুচোন আদা এবং কাঁচা লঙ্কা
- নুন
- চিনি
- পুদিনা পাতা
- ধনেপাতা
- সেদ্ধ বাসমতি চাল
- গোলমরিচ গুঁড়ো
- গোলাপ জল
- কেওড়া জল
Instructions
১. নিরামিষ পনির বানানোর জন্য সবার প্রথমে আপনাদের পনির কেটে নিতে হবে, আমি ৫০০ গ্রাম পনির নিয়ে নিয়েছি ।
২. প্রথমে একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নেবেন, তার পর স্লাইস গুলো থেকে চৌকো চৌকো করে কেটে নেবেন, আমি পনির এর সাইজ টা একটু বড় রাখলাম । আপনার চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন ।
৩. পনির কাটা হয়ে গেলে ম্যারিনেট করে নেবো । তার জন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে সর্সের তেল, তাতে রং এর জন্য দিয়ে দিতে হবে ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/৩ চা চামচ জিরা গুঁড়ো এই বার ১/৩ চা চামচ কাসুরি মেথি পাতা একটা করাই তে ভেজে গুঁড়ো করে দিয়ে দিতে হবে । এখন সব কিছু কে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
৪. ভালো করে মেশানো হয়ে গেলে, এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং বিট নুন । সব কিছু কে ভালো করে মেশান হয়ে গেলে কেটে রাখা পনির গুলোকে মসলা ও পনির গুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
৫. পনির গুলো ভেজে নেয়ার জন্য একটা ননস্টিক পেনে পনির গুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে । যেহেতু মশলার মধ্যে তেল আছে তাই তেল দিতে হবে না । আর এইটা যে আপনারা খুব বেশি খন ভাজতে হবে না, ২ মিনিট ভেজে নিলেই দেখবেন মশলার কাঁচ গন্ধ টা একদম চলে যাবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে । যেমনটা পনির টিক্কা করলে আসে ।
৬. এখন আমাদের নিরামিষ দই পনির ( Niramish Doi Paneer ) এর গ্রেভি টা বানানোর জন্য আমি একটা পত্রে জল গরম করে নিচ্ছি আর তাতে দিয়ে দিছি ১/২ কাপ কাজু বাদাম ১/২ কাপ চারমগজ ( আপনারা যদি চার মগজ না পান, সেক্ষেত্রে আপনারা ১ কাপ কাজু ব্যাবহার করবেন ) । কাজু ও চার মগজ আপনারা ৪ থেকে ৫ মিনিট সিদ্ধ করে নেবেন, আর সিদ্ধ হয়ে গেলে ছেকে নিয়ে ভালো করে পেষ্ট করে নেবেন ।
৭. এই বার দই পনির বনানোর জন্য ৩০০ গ্রাম টক দই নিয়ে নিয়েছি, আর তাতে মিশিয়ে নিচ্ছি আমরা যে কাজু ও চার মগজ এর পেস্ট টা করেছিলাম সেটা । এর সাথে ১ চা চামচ জিরা গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো এর পর দিয়ে দেবেন সামান্য একটু জায়ফল গ্রেট করে এবং দই এর সাথে ভালো করে মিশিয়ে নিন ।
৮. নিরামিষ দই পনির ( Niramish Doi Paneer ) এর গ্রেভি টা বানানোর জন্য একটা করাই নিয়ে তাতে দিয়ে দিন সর্ষের তেল আর ফোড়ন হিসাবে লাগবে ২ টি শুকনো লঙ্কা, ৪ টি এলাচ, ১ টি জয়ত্রী এবং 1 চা চামচ গোটা জিরে । যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এইখানে দিয়ে দিতে হবে ১ চা চামচ কুচনো আদ, আর ঝাল এর জন্য ১ চা চামচ কুচোনো কাঁচ লঙ্কা । আদ আর কাঁচা গন্ধ টা চলে গেলে দিয়ে দিতে হবে রং এর জন্য ১ চা চামচ হলুদ গুঁড়ো আর ১/২ চা চামচ কাশ্মিরী লঙ্কার গুঁড়ো অবশ্যই “কাশ্মিরী লঙ্কার গুঁড়ো” টা তেল দিয়ে দেবেন । এই সময়ে গেসের ফ্লেম টা একদম কম রাখবেন, আর মশলা গুলো যাতে জলে না যাই অবশ্যই দিয়ে দেবেন সামান্য একটু জল । এক মাত্র এই ভাবে করলে গ্রেভি এর রং টা দারুন সুন্দর আসবে । ৩০ থেকে ৪০ সগেন্ট মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে দই এর মিস্টার টা ।
৯. ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর চিনি । এই সময় গ্যাস এর ফ্লিম টা মিডিয়াম রাখবেন । তার পর দিয়ে দিতে হবে ২ কাপ জল যাতে গ্রেভি টা ভালো করে রান্না হতে পারে । ডাকা দিয়ে রেখে দিন ১০ থেকে ১৫ মিনিট ।
১০. ১০ থেকে ১৫ মিনিট পর নিরামিষ দই পনির ( Niramish Doi Paneer ) এর গ্রাভি টা তৈরী হয়ে গেছে আর গ্রাভি থেকে তেলটাও ভালো ভাবে ছেড়ে দিয়েছে । এর পর ভেজে রাখা পরনির গুলো এই গ্রাভির মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ গরম মশলা ও ১/২ চা চামচ কাসুরি মেথি পাতা, যেটা আমরা আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখে ছিলাম । সব শেষে দিয়ে দিন কুচানো ধনে পাতা ।
১১. ভেজ পোলাও বানানোর জন্য একটা করাই তে নিয়ে নিতে হবে ৩০ মিল সাদা তেল তার সাথে ২ চা চামচ ঘি দিয়ে দিতে হবে ।
১২. তেল আর ঘি টা গরম হয়ে গেলে, এই খানে দিয়ে দিতে হবে ৩ টি তেজপাতা, সাথে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, এই বার দিয়ে দিতে হবে ২ কাপ ছোট করে কাটা গাজর এবং ২ কাপ ছোট করে কাটা বিনস ।
১৩. আপনারা এইখানে মটরশুঁটি দিয়ে দিতে পারেন, এই বার দিয়ে দিতে হবে কাজু ও কিসমিস । এই সাথে দিয়ে দিতে হবে কুচানো আদা এবং কাঁচা লঙ্কা ৩ থেকে ৪ মিনিট এই সব কিছুকে এক বার ভালো করে ভেজে নিতে হবে । সাথে অবশ্যই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর চিনি ।
১৪. ভেজ পোলাও ( Veg Pulao Recipe ) এর স্বাদ টা আরো বাড়িয়ে নেয়ার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে পুদিনা পাতা কুচি ও ধনে পাতা কুচি, এই টাকে আপনাদের ভালো করে ভেজে নিতে হবে ।
১৫. এখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ বাসমতি চাল, ও দিয়ে দিতে গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ গোলাপ জল, ১ চা চামচ কেওড়া জল । এই সব কিছুকে ভাল করে মিশিয়ে নিলেই আমাদের ভেজ পোলাও তৈরি ।
আশা করি এই সম্পুর্ন্ন নিরামিষ রেসিপি আপাদের নিশ্চই ভালো লাগবে, বাড়ি তে যেকোনো পুজোতে আপনারা এই ভাবে করে নিতে পারেন নিরামিষ পনির রেসিপি ( Niramish Doi Paneer Recipe ) ও ভেজ পোলাও ( Veg Pulao Recipe )।
অতনুর রান্নাঘর । Atanur Rannaghar । নিরামিষ পনির রেসিপি ও ভেজ পোলাও এইভাবে বানিয়ে দেখুন | Niramish Paneer Recipe |