The Best Cooking Recipe by Atanur Rannaghar
Mutton Kosha Recipe Bangla | মটন কষা রেসিপি সবথেকে সহজ পদ্ধতিতে | Mutton Kosha Bengali
Mutton Kosha Recipe Bangla | মটন কষা রেসিপি সবথেকে সহজ পদ্ধতিতে | Mutton Kosha Bengali Recipe
Description
মটন কষা ( Mutton Kosha Recipe ) আমাদের সকলের একটি প্রিয় খাবার । আপনারা হয়তো অনেক রকমের মটন কষা ( Mutton Kosha Recipe ) রেসিপি খেয়েছেন । তবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে সুস্বাদু মটন কষা ( Mutton Kosha Recipe ) রান্না করার এই পদ্ধতিতে অবশ্যই একবার দেখার অনুরোধ রইলো ।
Ingredients
মটন কষা ( Mutton Kosha Recipe ) উপকরণ
- ১.৫ কেজি মটন
- স্বাদমতো নুন
- ১ চা চামচ হলুদ
- ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- ১ চা চামচ ধনে গুঁড়ো
- ১.৫ চা চামচ জিরে গুঁড়ো
- ১ চা চামচ আদা রসুন ও লঙ্কা বাটা
- ১ চা সরষের তেল
- ৪ টি লবঙ্গ
- ১ টি দারচিনি টুকরো
- ৫ টি এলাচ
- ১ চা চামচ গোটা ধোনে
- ১ চা চামচ গোটা জিরে
- ১ চামচ গোটা গোলমরিচ
- ৯ টি শুকনো লঙ্কা (বীজছাড়া)
- ৩ চা চামচ টক দই
- ২ চা চামচ বানানো মশলা
- ২ চা চামচ জল
- ১ টি তেজ পাতা
- ৭০০ গ্রাম পিয়াঁজ পাতলা করে কাটা
- স্বাদমতো নুন
- ১ চা চামচ চিনি
- ২ চা চামচ আদা রসুন ও কাঁচালঙ্কা বাটা
- ১ চা চামচ হলুদ
- ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- গরম জল
- আগে থেকে মশলা মেশানো টক দই
- ৬ টি কাঁচালঙ্কা
- ১/২ চা চামচ গরম মশলা
- ধনেপাতা
- ঘি
Instructions
১. মটন ম্যারিনেশন – মটন মটন কষা ( Mutton Kosha Recipe ) করার জন্য প্রথমে ১.৫ কেজি পাঁঠার মাংস ( চেষ্টা করবেন মাংসগুলো যেন সামান্য চর্বিযুক্ত হয় ) ভালো করে ধুয়ে এগুলি ম্যারিনেট করে নিতে হবে । এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ আদা, রসুন ও লঙ্কা বাটা । এবার ১ চা চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ( চেষ্টা করবেন একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে মটনগুলোকে মাখার )। এবার ঢাকা দিয়ে ১ ঘন্টা রেখে দিতে হবে ।
২. মটন কষা ( Mutton Kosha Recipe ) মাশলা – এই মশলাটা বানানোর জন্য ৪ টে লবঙ্গ, ১ টুকরো দারচিনি, ৫ টা এলাচ, ১ চা চামচ গোটা ধনে, ১ চা চামচ গোটা জিরে এবং ১ চা চামচ গোটা গোলমরিচ, আর ৯ টি শুকনো লঙ্কা ( এখানে শুকনো লঙ্কা থেকে বীজগুলো বের করে নিতে হবে, কারণ এখানে শুকনো লঙ্কা ঝালের জন্য নয় রঙের জন্য ব্যবহার করা হয়েছে ) সব মশলা গুলো একটি কড়াইয়ে হালকা করে ভেজে নিতে হবে, মশলাগুলি থেকে যখন একটু গন্ধ বেরোনো শুরু হবে তখন এগুলো তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পাউডার করে নিতে হবে ।
৩. এবার অন্য একটি পাত্রে নিয়ে নিতে হবে ৩ চা চামচ টক দই, আমাদের বানানো মশলার ২ চামচ, ২ চামচ জল । এবার সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ।
৪. এবার একটি পাত্রে নিয়ে নিতে হবে সরষের তেল । তেল সামান্য গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ টি তেজপাতা, এরপর এর মধ্যে দিতে হবে ৭০০ গ্রাম পাতলা করে কাটা পেঁয়াজ । পেঁয়াজটা ১০ মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে, ভাজাটা তাড়াতাড়ি করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য নুন । পেঁয়াজ থেকে জল ছাড়া শুরু হলে এর মধ্যে দিতে হবে ১ চা চামচ চিনি চিনি ।
নোট – এখানে চিনি মিষ্টির জন্য নয় পেঁয়াজের রংটা যাতে বেশি ভালো হয় তাই জন্য ব্যবহার করা হয়েছে ।
৫. পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা । এবার ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ১ চা চামচ হলুদ গুঁড়ো ।
৬. আর একবার ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মেরিনেট করে রাখা মটনগুলি । ৫ থেকে ৭ মিনিট মটন গুলি খুব ভালো করে কষিয়ে নিতে হবে । মটন থেকে তেল ছাড়া শুরু হলে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল । জল একেবারে বেশি দেবেন না বারে বারে অল্প করে জল দিতে হবে এবং কষিয়ে নিতে হবে । ( যখন দেখবেন জল থেকে তেল ছাড়া শুরু হচ্ছে তখন আবার জল দিয়ে দিতে হবে ) ।
নোট – এভাবে বারবার জল দিয়ে মটন কষানোর জন্য পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মটন কষার গ্রেভি কিন্তু খুবই সুস্বাদু হয় ।
৭. যারা মটন করে প্রেসার কুকারে রান্না করে নিতে চান তাদের কিন্তু এই জল দেওয়ার পদ্ধতিটি কমপক্ষে ২ থেকে ৩ বার হলেও করে নিতে হবে । তাতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগবে এরপরে আপনারা মটন প্রেসার কুকারে দিয়ে ৩ থেকে ৪ টি সিটি মেনে নিতে পারেন । আর যারা হাড়িতেই মোটন কষিয়ে নিতে চান সেক্ষেত্রে প্রায় ৫০ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগবে ।
৮. মটনটা ভালো করে কষানো হয়ে এবং ৯০% সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখার দইয়ের মিশ্রণ এবং আরো ১০ মিনিট ভালো করে মটন কষিয়ে নিতে হবে ।
৯. তাহলে আমাদের মটন কষা একদম তৈরি । সবশেষ উপর থেকে ছড়িয়ে দিতে হবে ৬ টি কাঁচা লঙ্কা চেরা, ১/২ চা চামচ গরম মশলা, হাতের কাছে ধনেপাতা থাকলে কিছু ধনেপাতা কুচি এবং ১ চামচ ঘি ।
ফ্রাইড রাইস বা পোলাও এর সাথে গরম গরম মটন কষা ( Mutton Kosha Recipe ) টি পরিবেশন করুন । ভালো লাগলে আমাদের জানাতে ভুলবেন না ।
অতনুর রান্নাঘর Atanur Rannaghar | মটন কষা রেসিপি সবথেকে সহজ পদ্ধতিতে | Mutton Kosha Recipe |