The Best Cooking Recipe by Atanur Rannaghar
Chicken Schezwan Fried Rice | সেজওয়ান ফ্রাইড রাইস রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে
Chicken Schezwan Fried Rice | সেজওয়ান ফ্রাইড রাইস রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে
- Prep Time: 20 Minute
- Cook Time: 50 Minute
- Total Time: 1 Hours 10 Minute
- Category: Non Veg
- Method: Chinese
- Cuisine: Chinese
Description
বাড়িতে রেস্টুরেন্ট এর মতন একদম পারফেক্ট কমপ্লিট মিল রেসিপি যেমন সেজোয়ান সস্, ( Schezwan Sauce Recipe ) সেজোয়ান ফ্রাইড রাইস ( Chicken Schezwan Fried Rice Recipe ) ও সেজওয়ান চিকেন ( Schezwan Chicken Dry Recipe ) বাড়িয়ে নিতে হলে অবশ্যই দেখে নিন এই রেসিপিটি ।
Ingredients
সেজোয়ান সস্ উপকরণ ( Schezwan Sauce Ingredients )
- বেদিগী শুকনো লঙ্কা
- কাশ্মীরি শুকনো লঙ্কা
- গরম জল
- সাদা তেল
- তারা ফুল
- আদা কুচি
- রসুন কুচি
- ধনেপাতার জর
- স্বাদমতো নুন
- চিনি
- গোলমরিচ গুঁড়ো
- ভিনিগার
- আজিনামোট
সেজোয়ান ফ্রাইড রাইস উপকরণ ( Chicken Schezwan Fried Rice Ingredients )
- জল
- সাদা তেল
- বাসমতি চাল
- ভিনিগার
- গাজর
- বিনস
- সবুজ ক্যাপসিকাম
- লাল ক্যাপসিকাম
- পিয়াজ
- তারা ফুল
- দারচিনি টুকরো
- রসুন কুচি
- আদা কুচি
- পেঁয়াজ পাতার জর
- ধনেপাতার জর
- কাশ্মীরি শুকনো লঙ্কা
- টমেটো কেচাপ
- সোয়া সস
- আজিনামোট
- বানিয়ে নেওয়া সেজুয়ান সস
- ভিনিগার
- গোলমরিচ গুঁড়ো
- স্বাদমতো নুন
- চিনি
- পেঁয়াজ পাতা কুচি
সেজওয়ান চিকেন উপকরণ ( Schezwan Chicken Dry Ingredients )
- হাড় ছাড়া চিকেন
- নুন
- গোলমরিচ গুঁড়ো
- ডিম
- কর্নফ্লাওয়ার
- ময়দা
- সাদা তেল
- কাশ্মিরি লঙ্কার গুঁড়ো
- লাইট সোয়া সস
- গ্রিন চিলি সস
- টমেটো কেচাপ
Instructions
১. সেজোয়ান সস্ – এটা বানানোর জন্য আপনাদের লাগবে দুই রকমের শুকনো লঙ্কা ১০০ গ্রাম কাশ্মীরি শুকনো লঙ্কা ও ১০০ গ্রাম বেদিগি শুকনো লঙ্কা । কাশ্মীরি শুকনো লংকার গাটা স্মুথ হয় এবং বেদিগী শুকনো লঙ্কার গাটা অনেকটাই কুচকানো হয়ে থাকে । যেকোনো সুপার মার্কেটে আপনারা এগুলি সহজেই পেয়ে যাবেন । বেদিগি শুকনো লঙ্কা সাধারণত রঙের জন্য ব্যবহার করা হয় । এই শুকনো লঙ্কাগুলির মধ্যে থেকে বীজগুলিকে বের করে নিতে হবে । আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করে সেক্ষেত্রে কিছু লঙ্কার ভেতরে বীজগুলি রেখে দিতে পারেন ।
২. এই শুকনো লঙ্কাগুলিতে একটা বড় পাত্রে নিয়ে নিতে হবে । এরপর এগুলোকে ভিজিয়ে রাখতে হবে ফুটন্ত গরম জলের মধ্যে । জলটাকে অন্য একটা প্যানে ভালো করে ফুটিয়ে নেবেন । এবার ঢাকনা দিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে দিতে হবে ।
৩. লঙ্কাগুলিকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর দেখবেন লঙ্কাগুলি অনেকটা ফুলে উঠেছে এবং নরম হয়ে গেছে । এবার একটা চিমটার মাধ্যমে লঙ্কাগুলিকে একটা বড় মিক্সীর জারে নিয়ে নিতে হবে । এরপর যে জলে লঙ্কাগুলি ভিজিয়ে রাখা হয়েছিল তার থেকে সামান্য জল দিয়ে এই লঙ্কাগুলিকে পেস্ট করে নিতে হবে । চেষ্টা করবেন যতটা সম্ভব কম জল দিয়ে লঙ্কাগুলিকে পেস্ট করে নেওয়ার । যদি আপনারা খুব বেশি জল ব্যবহার করেন সেক্ষেত্রে লঙ্কাগুলি তেলে দেওয়ার পর কিন্তু অনেকটাই ছিটকাবে । তাই কম জল দিয়ে এটাকে গারো করে পেস্ট করে নেবেন ।
৪. এবার একটা চাইনিজ কড়াই নিয়ে সেটাকে একটু গরম করে নিতে হবে । এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ১০০ মিলি সাদা তেল । তেলের পরিমাণটা এখানে একটু বেশিই রাখতে হবে । তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি তারা ফুল, ১ চা চামচ আদা কুচি, ৪ চা চামচ রসুন কুচি । এই সস বানানোর জন্য আপনাদের রসুনটা কিন্তু একটু বেশিই লাগবে ।
৫. এছাড়া দিতে হবে সামান্য কুচনো ধনেপাতার জর । আসল রেসিপিতে সেলেরি ব্যবহার করা হয় আপনারা যদি সেলেরি পান সেক্ষেত্রে সেটাই ব্যবহার করবেন । এবার ২ থেকে ৩ মিনিট আপনাদের হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা রঙ চলে আসে ।
৬. এরপর আগে থেকে বানিয়ে রাখা লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে । জলটা কম দেওয়ার কারণে চিলি পেস্টটা কিন্তু একদমই বেশি ছিটকাবে না । গ্যাসের ফ্লেম হাই রেখে ৭ থেকে ৮ মিনিট আপনাদের এটাকে ভালো করে রান্না করে নিতে হবে ।
৭. এবার আস্তে আস্তে চিলি পেস্ট থেকে তেলটা ছাড়া শুরু হবে । এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, ১ চা চামচ চিনি, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ ভিনিগার, ১/২ চা চামচ আজিনামোটো ( আপনারা চাইলে এটা নাও দিতে পারেন অথবা এর পরিবর্তে ভেজিটেবিল পাউডার ব্যবহার করতে পারেন ) । এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে । এই পদ্ধতি অনুসরণ করলে রেস্টুরেন্টের মতন সেজোয়ান সস্ ( Schezwan Sauce Recipe ) বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন ।
৮. এবার আস্তে আস্তে কড়াইয়ের গা থেকে লঙ্কার পেস্টটা ছেড়ে দেওয়া শুরু করবে এবং এর রংটাও অনেকটা গাঢ় হয়ে আসবে । এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ টমেটো কেচাপ । তাহলে বাড়িতে লঙ্কা থাকলে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন এবং এখানে যেহেতু তেলটা একটু বেশি ব্যবহার করা হয়েছে তাই এই সেজোয়ান সস্ ( Schezwan Sauce Recipe ) আপনারা অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, সহজে খারাপ হবে না । এই সেজোয়ান সস্ ( Schezwan Sauce Recipe ) বানিয়ে আপনারা ১ থেকে ১.৫ মাস ফ্রিজে রেখে এটাকে ব্যবহার করতে পারবেন ।
৯. সেজোয়ান ফ্রাইড রাইস ( Chicken Schezwan Fried Rice ) বানানোর জন্য আপনাদের আগে থেকেই ২০০ গ্রাম চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে । আপনাদের ৩০ মিনিট হলেও চাল গুলিকে ভিজিয়ে রাখতে হবে । এবার একটা পাত্রে নিয়ে নিতে হবে পরিমাণ মতন জল চাল গুলি সিদ্ধ করার জন্য । জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ লবন, ২ চা চামচ সাদা তেল । এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চাল । এবার একটা চামচ দিয়ে এই চাল গুলিকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবেন ।
১০. চালের মধ্যে যে ময়লাটা থাকে সেটা বের করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ ভিনিগার । চাল গুলি দেওয়ার পরে খেয়াল রাখবেন জলটা যেন খুব বেশি জোরে না ফোটে গ্যাসের ফ্লেম টাকে মাঝারি রেখে আপনাদের চাল গুলিকে সিদ্ধ করে নিতে হবে । চাল গুলি দেওয়ার পরে জল খুব জোরে ফুটলে চালগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে । যদি চাল আগে থেকে ভেজানো থাকে সেক্ষেত্রে আপনাদের চালগুলি সিদ্ধ করে নিতে সময় লাগবে ৭ থেকে ৮ মিনিট ।
১১. একটা চামচ দিয়ে সামান্য চাল তুলে নিয়ে দুই আঙ্গুলের মাঝখানে চিপে যদি দেখেন চাল গুলো সহজেই দুই ভাগ হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন চাল করে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে । এবার একটা ছাকনি র মাধ্যমে মাধ্যমে চালগুলিকে তুলে একটা বড় পাত্রের মধ্যে তুলে নেবেন । সব চাল গুলিকে নেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে চলগুলিএকটু ছড়িয়ে রেখে দেবেন । এতে চাল গুলি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং অতিরিক্ত সিদ্ধ হয় না । আপনারা চাইলে এটাকে একটু ফ্যানের নিচে রেখে দিতে পারেন তাহলে চালগুলি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে । তাহলে সেজোয়ান ফ্রাইড রাইসের ( Chicken Schezwan Fried Rice ) চাল তৈরি ।
১২. সেজোয়ান ফ্রাইড রাইস ( Chicken Schezwan Fried Rice ) বানানোর জন্য আপনাদের কেটে নিতে হবে কিছু সবজি । একটি গাজর কেটে নেওয়ার জন্য আপনাদের প্রথমে গাজরের খোসাটা ছাড়িয়ে নিতে হবে এরপর মাথার ও পেছনের দিকের অংশটাকে একটু বাদ দিয়ে দিতে হবে । এরপর গাজর দুই ভাগ করে, লম্বালম্বি করে চারটি স্লাইস কেটে নিতে হবে । এরপর আবারো গাজর গুলি ঘুরিয়ে অন্য দিক থেকেও লম্বা লম্বা করে স্লাইস কেটে নিতে হবে । তারপর সব স্লাইস গুলিকে ছোট ছোট ডাইস করে কেটে নিতে হবে ।
১৩. এছাড়া আপনাদের কেটে নিতে হবে ২০০ গ্রাম বিনস । বিন্স গুলিকে আপনাদের কুচিয়ে নিতে হবে । খুব বেশি ছোট টুকরো করবেন না সামান্য একটু বড় রাখবেন । এছাড়া আপনাদের কেটে নিতে হবে ক্যাপসিকাম । এখানে একটি লাল ক্যাপসিকাম ও অর্ধেক সবুজ ক্যাপসিকাম কেটে নেওয়া হয়েছে । আপনারা চাইলে লাল ক্যাপসিকাম নাও ব্যাবহার করতে পারেন তবে রেস্টুরেন্টে কিন্তু লাল ক্যাপসিকাম এর ব্যবহার করা হয় । আপনাদের একদম ছোট ছোট ডাইস করে কেটে নিতে হবে । সবশেষে দুটি পেঁয়াজ একটু বড় বড় করে চপ করে নিতে হবে ।
১৪. এবার একটা কড়াইয়ে প্রথমে দিয়ে দিতে হবে ৩ চা চামচ সাদা তেল । তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি তারা ফুল ও ১ টুকরো দারচিনি । তেলের মধ্যে এর গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা গাজর । যেহেতু গাজর গুলি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই গাজরটা প্রথমে দিয়ে দেওয়া হয়েছে ।
১৫. গাজর গুলিকে ৩০ থেকে ৪০ সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ কুচানো রসুন, ১/২ চা চামচ কুচানো আদা, ১ চা চামচ ধনেপাতার জর, ১ চা চামচ পেঁয়াজ পাতার জর । আপনারা যদি পেঁয়াজপাতা বা ধনেপাতার জর না পান সেক্ষেত্রে এগুলি না দিলেও কোন অসুবিধা নেই তবে দিলে স্বাদটা একটু ভালো হয় । এবার ১ থেকে ১.৫ মিনিট এগুলিকে একটু ভালো করে ভেজে নিতে হবে ।
১৬. এরপর দিয়ে দিতে হবে আগে থেকে কুচিয়ে রাখা বিন্স । ৩০ থেকে ৪০ সেকেন্ড এগুলিকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম । আপনারা চাইলে এই সময় দুটি কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন । এবার সবজিগুলিকে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভেজে নিতে হবে । আপনারা চাইলে টসও করে নিতে পারেন ।
১৭. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ টমেটো কেচাপ, ১/২ চা চামচ, ১/২ চা চামচ আজিনামোট, ২ চা চামচ বাড়িতে বানানো সেজওয়ান সস্, ১ চা চামচ ভিনিগার । সব সস গুলিকে সবজির সাথে মিশিয়ে ভালো করে একবার ভেজে নিতে হবে । খেয়াল রাখবেন সবজিগুলো যেন অতিরিক্ত সিদ্ধ হয়ে না যায় ।
১৮. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখার ফ্রাইড রাইসের চাল ( Chicken Schezwan Fried Rice )। এরপর দিয়ে দিতে হবে সামান্য একটু নুন, ১ চা চামচ গোল মরিচ গুড়ো, ১ চা চামচ চিনি । এবার গ্যাসের ফ্লেম মাঝারি রেখে আপনাদের এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে যাতে সসের সাথে রাইসটা ভালোভাবে মিশে যায় । পারলে একবার টস করে নিতে পারেন । একবার ভালো করে মিশিয়ে নিলে ফ্রেজওয়ান ফ্রাইড রাইস ( Chicken Schezwan Fried Rice ) কিন্তু একদমই তৈরি ।
১৯. সেজওয়ান চিকেন – এটা বানানোর জন্য আপনাদের লাগবে ৩০০ গ্রাম হাড় ছাড়া চিকেন । এগুলিকে একটু লম্বা এবং পাতলা পাতলা করে কেটে নিতে হবে । এই চিকেন গুলি ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ নুন, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ টা ডিম ২ চা চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ ময়দা, ১ চা চামচ সাদা তেল, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো । এবার এই সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে ।
২০. এবার একটা পাত্রের মধ্যে আপনাদের একটা সসের মিশ্রণ বানিয়ে নিতে হবে । এর জন্য আপনাদের লাগবে ১ চা চামচ সয়া সস, ১ চা চামচ গ্রীন চিলি সস, ৩ চা চামচ টমেটো কেচাপ । এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন ।
২১. এবার একটা রাইস কুকার নিয়ে সেটার সুইট অন করে এর পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে ৩ চা চামচ সাদা তেল । এরপর আমাদের মেরিনেট করে রাখার চিকেন গুলি একে একে এর মধ্যে দিয়ে দিতে হবে । চিকেন গুলি একটু গরম হওয়ার অপেক্ষা করতে হবে । এরপর একটা স্প্যাচুলা দিয়ে এই চিকেন গুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এগুলি একটু ক্রিসপি হয়ে আসছে ।
২২. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা সসের মিশ্রণ, ২ চা চামচ বাড়িতে বানিয়ে নেওয়া সেজওয়ান সস । এবার একবার ভালো করে মিশিয়ে নিতে হবে । এরপর দিয়ে দিতে হবে স্বাদমতো নুন ও ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো । এবার একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে রাইস কুকারের ঢাকনা বন্ধ করে দিতে হবে । চিকেন গুলি ঠিকঠাক মতো রান্না হয়ে গেলে রাইস কুকার আপনা আপনি বন্ধ হয়ে ওয়ার্ম মোডে চলে যাবে ।
২৩. ঢাকনা খুলে দেখবেন সেজওয়ান চিকেন ( Schezwan Chicken Dry Recipe ) তৈরি । আপনারা যদি খুব বেশি গ্রেভি না পছন্দ না করেন সেক্ষেত্রে এর মধ্যে সামান্য কনফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিলেই এটা কিন্তু সেমি গ্রেভি হয়ে যাবে । আর সবশেষে উপর থেকে ছড়িয়ে দেবেন সামান্য পেঁয়াজ পাতা কুচি ।
তাহলে গরম গরম পরিবেশন করুন সেজওয়ান ফ্রাইড রাইস ( Chicken Schezwan Fried Rice Recipe ) সাথে সেজওয়ান চিকেন ( Schezwan Chicken Dry Recipe ) ।