The Best Cooking Recipe by Atanur Rannaghar
Niramish Dherosh Recipe | ঢেঁড়স রেসিপি পেয়াঁজ রসুন ছাড়া এইভাবে বানিয়ে দেখুন
Niramish Dherosh | ঢেঁড়স রেসিপি পেয়াঁজ রসুন ছাড়া এইভাবে বানিয়ে দেখুন
Description
ঢেঁড়স আপনারা অনেকেই খেতে ভীষণ পছন্দ করেন তবে যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না তাদেরও কাছে অনুরোধ রইলো এই নিরামিষ ঢেঁড়স রেসিপি ( Niramish Dherosh Recipe ) একবার বাড়িতে বানিয়ে খাওয়ার । আশা করি আপনাদের এই নিরামিষ ঢেরসের রেসিপি ভীষণ ভালো লাগবে ।
Ingredients
নিরামিষ ঢেঁড়স রেসিপি উপকরণ ( Niramish Dherosh Recipe Ingredient )
- ঢেঁড়স
- পোস্ত দানা
- কালো সরষে
- কাঁচা লঙ্কা
- জল
- নুন
- হলুদ গুঁড়ো
- কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
- মৌরি
- বেসন
- সরষের তেল
- কালো জিরে
- কাজু বাদাম
- টমেটো
- জল
- চিনি
- ধনেপাতা
Instructions
১. নিরামিষ ঢেঁড়স রেসিপি রান্না করার জন্য নিয়ে নিতে হবে ৩০০ গ্রাম ঢেড়স । চেষ্টা করবেন একটু কচি ঢেঁড়স নিয়ে নেওয়া । এগুলিকে কাটা খুবই সহজ শুধু মাথায় এবং পেছনের অংশটা বাদ দিয়ে দিলেই হবে । আপনারা চাইলে এগুলিকে আরো একটু ছোট করে দুই বা তিন পিস করে নিতে পারেন ।
২. নিরামিষ ঢেঁড়স রেসিপি ( Niramish Dherosh Recipe ) বানানোর জন্য এবার একটি বাটিতে নিয়ে নিতে হবে ২ চামচ পোস্ত, ২ চা চামচ কালো সরষে, ৪ থেকে ৫ টি কাঁচা লঙ্কা । এবার একটু জল দিয়ে এই মসলা গুলোকে ভিজিয়ে রাখবেন । ৩০ মিনিট ভিজিয়ে রাখার পর এগুলিকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবেন । মিক্সিতে সরষে পেস্ট করলে একটু তেতো ভাব চলে আসে সেটা কাটানোর জন্য এই পেজটির মধ্যে অবশ্যই দিয়ে দেবেন ৪ থেকে ৫ টি কাজু বাদাম ।
৩. ঢেঁড়স ম্যারিনেশন – ঢেরস গুলিকে মেরিনেট করার আগে সামান্য একটু জল দিয়ে এগুলোকে ভিজিয়ে নেবেন তাহলে মেরিনেশনটা ঢেঁড়সের সাথে খুব ভালোভাবে লেগে যাবে । এবার ঢ্যারসের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মত নুন, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ মৌরি, ২ চা চামচ বেসন ( এটা দিয়ে দিলে একটু ক্রিসপি ভাব আসে ) । এবার এই সবকিছুকে ভালো করে ঢেঁড়সের সাথে মাখিয়ে নিন ।
৪. নিরামিষ ঢেঁড়স রেসিপি ( Niramish Dherosh Recipe ) করার জন্য এবার এ ঢেরস গুলিকে ভাজার জন্য একটা করায় নিয়ে নিতে হবে ১০০ মিলি সর্ষের তেল । তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একে একে ঢেরস গুলিকে দিয়ে ভেজে নিতে হবে । গ্যাসের ফ্লেম মাঝারি রেখে ঢেঁড়স গুলিকে ভেজে নিতে হবে । বাইরের বেসন গুলি আস্তে আস্তে ক্রিস্পি হয়ে এলে বুঝবেন ঢেঁড়স গুলি ও ভাজা হয়ে গেছে । এই সময় ঢেঁড়স গুলিকে তুলে নিতে হবে । একইভাবে ঢেঁড়স গুলি ভেজে নেবেন । বেসন দিয়ে দেওয়ার কারণে তেলের মধ্যেও খুব সুন্দর একটা গন্ধ চলে আসে এবং নিরামিষ রান্নায় একটা অন্যরকম সুন্দর স্বাদ নিয়ে আসে ।
৫. সব ঢেঁড়স গুলি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চা চামচ কালোজিরা, ১/২ চা চামচ হলুদ গুড়ো, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো । এরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে দুটি মাঝারি মাপের পাতলা করে কাটা টমেটো । টমেটো গুলিকে খুব বেশি বাজার দরকার নেই একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে । এই টাকে তাড়াতাড়ি করে নেওয়ার জন্য টমেটোর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন ।
৬. টমেটো গুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা সরষে এবং পোস্ত বাটা । মসলা গুলি দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন এবং দুই থেকে তিন মিনিট ভালো করে রান্না করে নেবেন । এই পদ্ধতিটা আপনারা একটু করাই ঢাকনা দিয়ে করে নেবেন । এরপর ঢাকনা খুলে দেখবেন সরষে থেকে একটা সুন্দর গন্ধ বের হবে এবং টমেটো গুলিও ভালোভাবে গলে যাবে । এই সময় গ্রেভিটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল । এরপর দিয়ে দিতে হবে সামান্য চিনি । গ্রেভি থেকে তেলটা যাতে না ছিটকায় ঢাকনা দিয়ে আরও ১০ মিনিট রান্না করে দিতে হবে ।
৭. এরপর ঢাকনা খুলে দেখবেন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে এবং রংটাও দারুন আসবে । এই সময় গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ঢেঁড়সগুলি । ঢেঁড়স গুলিকে গ্রিভির মধ্যে মিশিয়ে ১ থেকে ১.৫ মিনিট মাঝারি ফ্লেমে রান্না করে নিলেই হবে । সবশেষে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি ।
তাহলেই তৈরি হয়ে গেল নিরামিষ ঢেঁড়স রেসিপি ( Niramish Dherosh Recipe ) । গরম গরম ভাতের সাথে এরকম ঢেঁড়স হলে আশা করি আর কিছুই লাগবে না ।