The Best Cooking Recipe by Atanur Rannaghar
Chili Paneer Toast Recipe | চিলি পনির টোস্ট
Chili Paneer Toast Recipe | চিলি পনির টোস্ট
- Prep Time: 10 minutes
- Cook Time: 20 minutes
- Total Time: 30 Minutes
- Category: Snacks
- Method: Indian
- Cuisine: Indian
Description
খুব সামান্য উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে একটি সুস্বাদু লোভনীয় স্ন্যাকস তৈরি করে নিতে হলে এই চিলি পনির টোস্ট ( Chili Paneer Toast ) রেসিপিটি কিন্তু অবশ্যই দেখে নিতে হবে ।
Ingredients
চিলি পনির টোস্ট ( Chili Paneer Toast ) উপকরণ
- ১ টি বড়ো পিয়াঁজ ছোট চৌক করে কাটা
- ১/২ ক্যাপসিকাম (সবুজ / লাল / হলুদ) ছোট চৌক করে কাটা
- ২০০ গ্রাম পনির ছোট চৌক করে কাটা
- ২ চা চামচ সাদা তেল
- ১০ থেকে ১২ টি রসুন
- ৫ টি পাতলা করে কাটা আদা কুঁচো
- ৩ টি কাঁচা লঙ্কা
- ধনে পাতা
- স্বাদমতো নুন
- ২ চা চামচ সাদা তেল
- ১ চা চামচ রসুন
- ২ চা চামচচিলি পেস্ট
- স্বাদমতো নুন
- ১/২ চা চামচ কালো মরিচ
- ৩ চা চামচ টমেটো সস
- ১ চা চামচ সোয়া সস
- ২ টি পাউরুটি
- পাউরুটিতে মাখন মাখিয়ে নিন
- মেয়োনিজ
Instructions
১. এটি রান্না করার জন্য প্রথমে ৩ টি ক্যাপসিকাম সবুজ, হলুদ ও লাল ( আপনারে চাইলে শুধু সবুজ ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন ) অর্ধেকটা চৌকো করে কেটে নিতে হবে এবং একটি বড় পেঁয়াজও একই রকম ভাবে চৌকো করে কেটে নিতে হবে । অন্যদিকে ২০০ গ্রাম পনির ছোট ছোট চৌকো করে কেটে নিতে হবে ।
২. ধনেপাতার চাটনি – একটি কড়াইয়ে ২ চা চামচ সাদা তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ১০ থেকে ১২ টি রসুন কোয়া, ৫ টি পাতলা করে কাটা আদার কোয়া । এবার এগুলি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে । একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৩ টি লম্বা করে কাটা কাঁচালঙ্কা এবং ধনেপাতা, এবার ১ মিনিট ভেজে নিতে হবে, এবার পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে ( পেস্ট করার সময় খুব বেশি জল ব্যবহার করবেন না )।
নোট – ধনেপাতা দেওয়ার পর বেশিক্ষণ ভাজার দরকার নেই এক মিনিট ভাজলেই খুব সুন্দর রং চলে আসবে ।
৩. একটি পাত্রে ২ চামচ সাদা তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ রসুন কুচি, রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চৌকো করে কাটা পেঁয়াজ । এবার পুরোটা টস করে নিয়ে বা নেড়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম গুলি ।
৪. এবার আরো একবার পুরোটা নেড়ে নিয়ে এতে দিয়ে যেতে হবে ২ চা চামচ চিলি পেস্ট (আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ না করেন সে ক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুড়ো ব্যবহার করতে পারেন ) ।
৫. এবার ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, ১/২ চা চামচ গোল মরিচের গুঁড়ো । আরো একবার ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৩ চা চামচ টমেটো কেচাপ, ১ চা চামচ লাইট সয়া সস ( আপনারা চাইলে ডার্ক সোয়া সস্ ও ব্যবহার করতে পারেন ) । এবার গ্যাসের ফ্লেমটাকে কম রেখে ২ থেকে ৩ মিনিট ভালো করে রান্না করে নিতে হবে ।
৬. যখনই দেখবেন সবজিগুলো থেকে তেল ছাড়া শুরু হয়েছে তখনই দিয়ে দিতে হবে পনির গুলি । এবার পনির গুলি ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে চিলি পানির মিক্সচার তৈরি ।
৭. এবার ২ টি বড় পাউরুটি নিয়ে এর উপরে ১ দিকে ভালো করে মাখন লাগিয়ে নিতে হবে, ( খুব ভালো করে পুরো পাউরুটিতে মাখন লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো করে টোস্ট হবে না) । এবার একটি তাওয়ায় পাউরুটি গুলি দুপাশ ভালো করে সেকে নিতে হবে ( বাইরের দিকটা হালকা রং আসলেই হবে ) ।
৮. এবার যযে দিকে বাটার লাগানো হয়নি, সেদিকে চামচ এ করে ধনেপাতার চাটনী নিয়ে পুরো পাউরুটিতে ভালো করে ছড়িয়ে দিতে হবে । এবার এর উপরে দিয়ে দিতে হবে পনিরের মিক্সচার (আপনারা চাইলে অন্য সবজি যেমন গাজর বা মাশরুমও এই মিক্সচারে ব্যবহার করতে পারেন ) এর ওপরে দিয়ে দিতে হবে মেয়োনিজ ( আপনারা চাইলে চিজ ও ব্যবহার করতে পারেন) । এবার পাউরুটি ত্রিকোণ ভাবে কেটে নিতে পারেন ।
ব্যাস চিলি পনির টোস্ট ( Chili Paneer Toast ) প্রস্তুত