The Best Cooking Recipe by Atanur Rannaghar
Sujir Luchi Recipe in Bengali | সুজির লুচি রেসিপি বানিয়ে নিন সহজ পদ্ধতিতে
Sujir Luchi Recipe in bengali | সুজির লুচি রেসিপি বানিয়ে নিন সহজ পদ্ধতিতে
- Prep Time: 10 minutes
- Cook Time: 20 minutes
- Total Time: 30 Minutes
- Category: Luchi
- Method: Indian
- Cuisine: Indian
Description
বাঙালি হয়ে লুচির লোভ সামলানো কিন্তু খুবই মুশকিল গতানুগতিকভাবে লুচি না বানিয়ে একটু নতুন পদ্ধতিতে সুজির লুচি ( Sujir Luchi Recipe ) বানিয়ে নিতে হলে অবশ্যই এই সুজির লুচি ( Sujir Luchi Recipe ) রেসিপিটি দেখে নিতে হবে ।
Ingredients
সুজির লুচি ( Sujir Luchi Recipe ) উপকরণ
- ১ কাপ সুজি (১৫০ গ্রাম)
- ৩ কাপ জল
- ২ কাপ ( ২৫০গ্রাম ) ময়দা
- ১ চা চামচ আজয়াইন
- ২ চা চামচ তেল
- ১ চা চামচ ঘি
- ১/২ চা চামচ হিং
- স্বাদমতো নুন
- ১ চা চামচ চিনি
- তেল
- ময়দা
- তেল
Instructions
১. সুজির লুচি ( Sujir Luchi Recipe ) বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে ১ কাপ সুজি (১৫০ গ্রাম) । এবার এর মধ্যে ৩ কাপ জল গরম করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।
নোট – এখানে সুজি আর জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ । ১:৩ অনুপাতে এই সুজি এবং জল মিশিয়ে নিতে হবে ।
২. সুজি টা খুব সুন্দর করে মেশানো হয়ে গেলে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রেখে দিতে হবে ।
৩. এবার একটি পাত্রে ওই একই কাপের ১.৫ কাপ ময়দা নিয়ে নিতে হবে । এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ আজয়াইন ( এটি দেওয়ার সময় হাতে একটু ঘষে দেবেন তাহলে এর গন্ধটা সুন্দরভাবে বের হয়) ।
নোট – যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে তাদের এইভাবে লুচি রান্না করে খেলে অতটা সমস্যা হয় না ।
৪. এবার একটি ছোট প্যান এ ২ চা চামচ সাদা তেল, ১ চা চামচ ঘি, 1/২ চামচ হিং নিয়ে ভালো করে গরম করে নিতে হবে । হিং থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু হলে এই মিশ্রণ ময়দার মধ্যে দিয়ে নিতে হবে ।
নোট – এইভাবে ময়দা মায়ান দিলে লুচি অনেকক্ষণ খাস্তা থাকে ।
৫. এরপর ময়দার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য নুন এবং ১ চা চামচ চিনি । যেহেতু তেলটা গরম ছিল তাই প্রথমে একটি চামচ দিয়ে ময়দার সাথে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে, এর পরে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । ( মেশানোর সময় চেষ্টা করবেন যাতে কোনরকম ডেলা না থাকে, যদি দেখেন ময়দা গুলো হাতে চাপলে হালকা হালকা লেগে যাচ্ছে তখন বুঝতে হবে ঠিকমত ময়ান দেওয়া হয়ে গেছে ) ।
৬. এবার যে সুজিত ভেজানো ছিলো সেটা ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে । এই সময় হাতে সুজি লেগে যাবে সে ক্ষেত্রে আরো ১ কাপ ময়দা দিয়ে মেখে নিতে হবে। ময়দা নরম করে মাখা হয়ে গেলে এর ওপরে আরো সামান্য একটু তেল দিয়ে ভালো করে ঠেসে মেখে এটাকে ঢেকে রাখতে হবে প্রায় ৫ থেকে ৭ মিনিট ।
নোট – আপনারা ময়দার ওপরে সামান্য তেল দিয়েও রাখতে পারেন ।
৭. ময়দা দু’ভাগ করে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে এবং বেলার সুবিধার জন্য একটু গোল করে নিতে হবে । এবার খুব সামান্য ময়দা ছড়িয়ে ছোট ছোট করে রেখা লেচি গুলিকে বেলে নিতে হবে ( আপনারা চাইলে সামান্য তেল দিও ব্যবহার করতে পারেন ) বেলার সময় খেয়াল রাখবেন এটা যেন খুব পাতলা না হয় আবার খুব মোটাও না হয় ।
৮. এবার একটি কড়াইয়ে তেল দিয়ে নিয়ে গরম করে নিতে হবে ( তেল যেন খুব বেশি গরম না হয় মাঝারি থেকে একটু বেশি গরম হলেই হবে ) । এবার এর মধ্যে একে একে লুচি গুলি দিয়ে ভেজে নিতে হবে ।
৯. প্রথমে লুচি গুলো দেয়ার পর ৩ থেকে ৪ সেকেন্ড অপেক্ষা করে একটি জালি দিয়ে হালকা হালকা করে সবদিক টা চাপলে দেখবেন লুচি গুলো বলের মত ফুলে উঠবে । এক দিকটা ভাজা হয়ে গেলে উল্টে অপরদিকটাও ভেজে নিতে হবে ।
১০. ভাজা হয়ে গেলে এটাকে একটি জালির সাহায্যে তুলে একটা পেপার টাওয়াল এর ওপরে রেখে দিতে হবে তাতে অতিরিক্ত তেলটা পেপারে টেনে নেবে । এখানে লুচি বেলার ৩০ সেকেন্ড পরে আপনারা লুচিগুলো ভেজে নেবেন সেক্ষেত্রে লুচি গুলো খুব ভালোভাবে ফুলবে ।
গরম গরম এই ফুলকো সুজির লুচি ( Sujir Luchi Recipe ) পরিবেশন করুন ছোলার ডাল বা আলুর দমের সাথে।
অতনুর রান্নাঘর Atanur Rannaghar সুজির লুচি রেসিপি বানিয়ে নিন সহজ পদ্ধতিতে | Sujir Luchi Recipe in Bengali