The Best Cooking Recipe by Atanur Rannaghar
Niramish Alu Dum Recipe Bengali | নিরামিষ আলুর দম রেসিপি
Alu Dum Recipe Bengali | নিরামিষ আলুর দম রেসিপি
- Prep Time: 10 Minute
- Cook Time: 30 minute
- Total Time: 40 minute
- Category: Alu Dom
- Method: Indian
- Cuisine: Indian
Description
একদম ঘরোয়া উপায়ে নিরামিষ আলুর দম ( Alu Dum Recipe ) বানিয়ে নিতে হলে অবশ্যই এই আলুর দম ( Alu Dum Recipe ) রেসিপিটি দেখে নিতে হবে । নিরামিষ বলে কিন্তু এর স্বাদ কোন অংশে কম হবে না । চলুন দেখে ও শিখে নেওয়া যাক আজকের নিরামিষ আলুর দম ( Alu Dum Recipe ) রেসিপিটি ।
Ingredients
আলুর দম ( Alu Dum Recipe ) উপকরণ
- ১ চা চামচ গোটা জিরা
- ১ চা চামচ গোটা ধোনে
- ৪ টি এলাচ
- ১ টুকরো দারচিনি
- ৫ টি লবঙ্গ
- ৭ টি গোটা শুকনো লঙ্কা
- ১ চা চামচ গোটা গোলমরিচ
- ২ চা চামচ পোস্ত
- ৩ টি টমেটো
- ৭ টি কাঁচা লঙ্কা
- ৬ টি ছোট টুকরো আদা
- ৭ থেকে ৮ টি কাজু বাদাম
- ২ চা চামচ চারমগজ
- জল
- ২০০ মিলি সরষের তেল
- ১ কেজি আলু
- ১ চা চামচ হলুদ
- ২ টি তেজ পাতা
- ২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
- ১ চা চামচ হলুদ
- স্বাদ মতো নুন
- ২ চা চামচ টক দই
- ১ চা চামচ চিনি
- ১ চা চামচ ঘি
- কুচোনো ধোনে পাতা
Instructions
১. আলুর দমের ( Alu Dum Recipe ) মশলা – মশলাটা বানানোর জন্য লাগবে ১ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ গোটা ধনে, ৪ টি এলাচ, ৪ টুকরো দারচিনি, ৫ টি লবঙ্গ, ৭ টি গোটা শুকনো লঙ্কা, ১ চা চামচ গোটা গোলমরিচ এবং ২ চা চামচ পোস্ত । এবার সব মশলাগুলোকে একটি প্যানে ২ থেকে ৩ মিনিট ভেজে নিতে হবে, এরপর মশলাগুলি থেকে একটু গন্ধ বেরোনোর শুরু হলে এগুলি নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে পাউডার করে নিতে হবে ।
২. আলুর দমের গ্রেভি – এটি বানানোর জন্য ৩ টি টমেটো বড় বড় করে কেটে নিন । আর ৭ টি কাঁচা লঙ্কা, ৬ টি ছোট টুকরো আদা, ৬ থেকে ৭ টি কাজুবাদাম, ২ চা চামচ চার মগজ, সামান্য জল দিয়ে সমস্তটা ভালো করে মিক্সার মেশিন এ পেস্ট করে নিন ।
নোট – আপনারা চাইলে কাজুবাদাম বা চার মগজ এর মধ্যে যেকোনো একটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পরিমাণটা একটু বেশি নিতে হবে ।
৩. এবার ১ কেজি আলু খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে নিন। এরমধ্যে ১ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিন ।
৪. এবার একটি কড়াই এ ২০০ মিলি তেল নিয়ে সেটা গরম করে এর মধ্যে আলু গুলো দিয়ে ভেজে নিন । ( আলুগুলো ভাজার সময় যেন তেল খুব গরম না থাকে ) ।
নোট – এখানে কোন লবণ ব্যবহার করা হয়নি। সে ক্ষেত্রে আলু থেকে জল তাড়াতাড়ি বেরিয়ে আসে এবং ভাজার পর আলু অনেকটা ছোট দেখায় । আলু সব পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে ।
৫. এবার ওই একই তেলে দিয়ে দিতে হবে ২ টি তেজপাতা, ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়া । ( আপনাদের মনে হতে পারে তেল অনেক বেশি আছে কিন্তু আলু থেকে জল ছাড়ার কারণে তেলটা একটু বেশি মনে হয় ) ।
৬. এবার সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট । দেখবেন একটা সুন্দর রং চলে এসেছে ( এই রং আনার জন্য আপনাদের লঙ্কার গুঁড়ো এবং হলুদ কিন্তু তেলের উপরেই দিতে হবে) ।
৭. ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, এবার ২ থেকে ৩ মিনিট ভালো করে ফোটাতে হবে । এবার ২ চামচ আমাদের তৈরি করা ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিতে হবে । ( ভাজা মশলা বেঁচে গেলে আপনারা অন্য কোন রান্নায় এটা ব্যবহার করতে পারেন । যে কোন বাঙালি রান্নার স্বাদ এই মশলা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় ।
৮. ভাজা মশলার সাথে গ্রেভি ২ থেকে ৪ মিনিট কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দিতে হবে ।
৯. এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ টক দই । দই টা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ চিনি ।
১০. আবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো ১০ থেকে ১৫ মিনিট এটি রান্না করে নিতে হবে । এই সময় গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে এবং মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিতে হবে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা ।
নোট – এখানে টমেটো বেশি ব্যবহার করা হয়েছে তাই কোন জল ব্যবহার করা হয়নি । আপনারা চাইলে দই দেওয়ার পরে সামান্য জল ব্যবহার করতে পারেন ।
সবশেষে উপর থেকে ১ চা চামচ ঘি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে আলুর দম ( Alu Dum Recipe ) পরিবেশন করুন । এরকম আলুর দম ( Alu Dum Recipe ) লুচির সাথে কার না ভালো লাগে ।
অতনুর রান্নাঘর | Atanur Rannaghar | নিরামিষ আলুর দম রেসিপি | Niramish alu dum recipe | Niramish alur recipe in bangla
I cooked about 5 kg of potatoes following this recipe. Reduced the quantity of Kashmiri red chili powder and green chili. But it was still too much spicy. Taste was really good. But the spice level was very high that it couldn’t be enjoyed properly.