The Best Cooking Recipe by Atanur Rannaghar
Butter Garlic Prawns in Bangla | চিংড়ি মাছের এইরেসিপি একবার খেলে বারবার বানিয়ে খাবেন

বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এলে চিংড়ি মাছ দিয়ে খুব কম সময়ে আপনারা এই বাটার গার্লিক ( Butter Garlic Prawns ) রেসিপিটি বানিয়ে নিতে পারবেন । আলাদা করে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না । এই রেসিপিটি বানানো খুবই সহজ, এছাড়া একদম রেস্টুরেন্টের মতন রান্নাটা করার জন্য থাকবে অনেকটি এবং ট্রিক্স ।