Print
clock clock iconcutlery cutlery iconflag flag iconfolder folder iconinstagram instagram iconpinterest pinterest iconfacebook facebook iconprint print iconsquares squares iconheart heart iconheart solid heart solid icon
Healthy Dalia Recipe

Dalia Recipe | ডালিয়া রেসিপি সহজ স্বাস্থ্যকর Weight Loss এর জন্য পারফেক্ট

  • Author: Atanu Ghosh
  • Prep Time: 5 Minute
  • Cook Time: 30 Minute
  • Total Time: 35 Minute
  • Category: Veg
  • Method: Indian
  • Cuisine: Indian

Description

আপনারা অনেকেই একটু স্বাস্থ্যকর রেসিপি দেখতে চান । চলুন তবে দেখে নেওয়া যাক আজকে ডালিয়া ( Dalia Recipe ) রেসিপি যেটা খেতে যেমন সুস্বাদু বানানো ততটা সহজ । এটা আপনারা ব্রেকফাস্ট বা লাঞ্চ যেকোনো সময়ই খেতে পারেন ।


Ingredients

ডালিয়া উপকরণ ( Dalia Recipe Ingredients )

  • ডালিয়া
  • তেজপাতা
  • ঘি
  • জিরা
  • হিং
  • পেঁয়াজ
  • আলু
  • আদা
  • কাঁচা লঙ্কা
  • টমেটো
  • নুন
  • হলুদ গুঁড়ো
  • কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  • গাজর
  • বিনস
  • ক্যাপসিকাম
  • কড়াইশুঁটি
  • জল
  • গরম মশলা
  • ধনেপাতা

Instructions

ডালিয়া রান্নার পদ্ধতি ( How to Make Dalia Recipe )

১. সবার প্রথমে আপনাদের নিয়ে নিতে হবে ৫০০ গ্রাম ডালিয়া । ডালিয়া হল আসলে গমের ভাঙ্গা অংশ । এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার । এরমধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবার ।

Healthy Dalia Recipe

২. সবার প্রথমে আপনাদের একটা করাই নিয়ে সেটাকে ভালো করে গরম করে নিতে হবে । এরপর আপনাদের সম্পূর্ণ ডালিয়া টাকে এর মধ্যে দিয়ে দিতে হবে । এরপর গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে । এ সময় দিয়ে দিতে হবে একটি তেজপাতা । ২-৩ মিনিট এটাকে ভালো করে ভেজে নিতে হবে । ডালিয়াটা আগে একটু ভেজে নিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় । ২-৩ মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন ডালিয়া থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো শুরু হবে । এই সময় এটাকে নামিয়ে নিতে হবে । ( Dalia Recipe )

Healthy Dalia Recipe

৩. এরপর ডালিয়াটা ধুয়ে নিতে হবে তবে তার আগে আপনারা তেজপাতাটা সরিয়ে নেবেন । এরপর ঠান্ডা জল দিয়ে ডালিয়াটাকে ভালো করে ধুয়ে নিতে হবে । তবে ঠান্ডা জল দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন কারণ এই সময় ডালিয়াটা বেশ অনেকটাই গরম থাকে । ডালিয়া ধোয়া হয়ে গেলে একটা স্টেনার এর মধ্যে এটাকে রেখে দিতে হবে যাতে এর ভেতরের জলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায় । ( Dalia Recipe )

Easy Dalia Recipe  Healthy Dalia Recipe

৪. এরপর একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ৫-৬ চামচ ঘি । যেহেতু এটা একটা স্বাস্থ্যকর রেসিপি তাই এখানে তেল ব্যবহার করা হয়নি আপনারা চাইলে ঘি এর পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন । ঘি টা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১.৫ চা চামচ গোটা জিরে, ১.৫ চা চামচ হিং ।

Healthy Dalia Recipe

৫. জিরে একটু ঘি এর মধ্যে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ । ৪ একটি মাঝারি মাপের পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিতে হবে । এখানে ১০ জনের পরিমাপে ডালিয়া রান্না করা হয়েছে আপনারা চাইলে কম বা বেশি পরিমাণে এটা বানিয়ে নিতে পারেন সেই বুঝে মসলাগুলিও আপনারা কম বা বেশি ব্যবহার করবেন । এছাড়া আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপিটা প্রেসার কুকারেও বানিয়ে নিতে পারেন কিন্তু যেকোন এখানে একটু বেশি পরিমাণে রান্না করা হচ্ছে তাই এটাকে কড়ায় করে নেওয়া হয়েছে । ( Dalia Recipe )

Healthy Dalia Recipe

৬. হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু । ৪ টি মাঝারি মাপের আলুকে একটু ছোট ছোট করে কেটে আপনাদের দিয়ে দিতে হবে । এ সময় আগে থেকে তুলে রাখা তেজপাতাটাও এর মধ্যে দিয়ে দেবেন । আলুটাকে দুমিনিট ভালো করে ভেজে নিতে হবে ।

Healthy Dalia Recipe

৭. এরপর আলুর মধ্যে দিয়ে দিতে হবে ১.৫ চা চামচ কুচনো আদা ও ঝালের জন্য কুচানো কাঁচা লঙ্কা । আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন । এরপর আদা ও কাঁচা লঙ্কার সাথে আলুটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে । ( Dalia Recipe )

Healthy Dalia Recipe Atanur Rannaghar

৮. আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৬টি মাঝারি মাপের টমেটো । টমেটো গুলিকে একটু ছোট ছোট করে আপনাদের টুকরো করে নিতে হবে । টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং রঙের জন্য ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো এবং ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো । কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন । মাঝারি রেখে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ।

Healthy Dalia Recipe

৯. ২-৩ মিনিট পর দেখবেন টমেটো টা ভালোভাবে গলে যাবে । এই সময় এর মধ্যে কতগুলি সবজি দিয়ে দিতে হবে । যেমন ছোট করে কেটে রাখা ১ টি গাজর ১০০ গ্রাম কুচানো বিন্স, ১/২ টি ক্যাপসিকাম, ১/২ কাপ কড়াইশুঁটি । এছাড়া আপনারা আপনাদের পছন্দমত সবজি এর মধ্যে ব্যবহার করতে পারেন । যে ঋতুতে যেমন সবজি বাজারে পাওয়া যায় আপনারা সেই বুঝে সবজি ব্যবহার করতে পারেন । এবার সবজি গুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে ।  ( Dalia Recipe )

Healthy Dalia Recipe  Healthy Dalia Recipe

১০. সবজিগুলি ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখার ডালিয়া । এরপর ডালিয়াটাকে সবকিছু সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে । এই সময় গ্যাসের ফ্লেম একটু কম রাখতে হবে । ডালিয়াটা ভালো করে সবজির সাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল । যে পরিমাণে আপনারা ডালিয়া দেবেন তার তিনগুণ পরিমাণে জল ব্যবহার করবেন । মানে ১ কাপ ডালিয়া রান্না করার জন্য আপনাদের ৩ কাপ জল লাগবে । এরপর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে । ( Dalia Recipe )

Healthy Dalia Recipe

১১. আপনারা যদি প্রেসার কুকারে করতে চান সেক্ষেত্রে এই সময়ে আপনারা ডালিয়া টাকে প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে নিতে পারেন । তবে করায় করলে আপনাদের ঢাকা দিয়ে আরও ১৫ মিনিট এটাকে রান্না করে নিতে হবে । আর এই সময় যদি মনে হয় লবণ কম লাগছে তাহলে অবশ্যই আরো কিছুটা লবণ আপনারা দিয়ে মিশিয়ে নেবেন । আপনারা মাঝে মাঝে ঢাকনা খুলে অবশ্যই একবার ডালিয়াটাকে নেড়ে নেবেন তা না হলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে । আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম এই সময় কমিয়ে রাখতে হবে । ( Dalia Recipe )

Healthy Dalia Recipe

১২. ১৫ মিনিট পর ঢাকনা খুললে দেখবেন ডালিয়া একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে । এই সময় আলুটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং টেক্সটারটাও খুব সুন্দর চলে আসবে । সবশেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে ১/২ চা চামচ গরম মসলা এবং সামান্য ধনেপাতা কুচি । আর একবার ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের ডালিয়া পরিবেশন করার জন্য একদম প্রস্তুত ।

Healthy Dalia Recipe

তাহলে পরিবেশন করুন গরম গরম সুস্বাস্থ্যকর ডালিয়া ( Dalia Recipe ) পাপড়ের সাথে 

ডালিয়া রেসিপি সহজ স্বাস্থ্যকর Weight Loss এর জন্য পারফেক্ট | Dalia Recipe In Bangla | Atanur Rannaghar

error: Content is protected !!