Description
ব্যাঙ্গালোরের এটি একটি খুবই জনপ্রিয় ধাবা স্টাইল এগ ফ্রাইড রাইস রেসিপি ( Egg Fried Rice Recipe ) । চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নেবেন ।
Ingredients
এগ ফ্রাইড রাইস উপকরণ ( Egg Fried Rice Recipe Ingredients )
- তেল
- ষ্টার আনিস
- দারুচিনি
- রসুন
- আদা
- কাঁচা লঙ্কা
- পেঁয়াজ
- গাজর, বিনস, ক্যাপসিকাম
- পুদিনা পাতা
- ধনেপাতা
- কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
- হলুদ গুঁড়ো
- ধনেগুঁড়ো
- ডিম
- চাল
- নুন
- আজিনোমোটো
- সয়া সস ও টমেটো সস
- ভিনিগার
- গোলমরিচ গুঁড়ো
ডিমের স্পেশাল মাসলা কারি উপকরণ ( Egg Masala Curry Ingredients )
- পেঁয়াজ
- কাজু
- শুকনো লঙ্কা
- টমেটো
- হলুদ গুঁড়ো
- কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
- সাদা তেল
- রসুন
- আদা
- কাঁচা লঙ্কা
- জিরা গুঁড়ো
- জল
- ডিম
- গরম মশলা
- ধনেপাতা
Instructions
১. এটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের একটা প্যানে নিয়ে নিতে হবে ৩ চা চামচ সাদা তেল । তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি বা ৫০ গ্রাম পেঁয়াজ স্লাইস করা । আপনাদের একটু লাল লাল করে পেঁয়াজ গুলি ভেজে নিতে হবে । পেঁয়াজ গুলি যখন ৫০ থেকে ৬০% ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ৩০ গ্রাম কাজু । কাজু গুলিকে পেঁয়াজের সাথে একটু লাল লাল করে ভেজে নিতে হবে । এতে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় ।
২. পেয়াজ গুলি যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ৪ টি শুকনো লঙ্কা এবং ৪ টি বা ২০০ গ্রাম টমেটো একটু বড় বড় করে কাটা । টমেটো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু শুকনো মসলা যেমন রঙের জন্য ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১.৫ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এছাড়া দিয়ে দিতে হবে স্বাদমতো নুন টমেটো গুলোকে একটু গলিয়ে নেওয়ার জন্য । এবার এই সবকিছুকে ভালো করে মিশাতে থাকতে হবে । ৩ থেকে ৪ মিনিট পরে আপনারা দেখবেন টমেটো গুলি একটু গলতে শুরু করবে ।
৩. এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল । এরপর গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে । মনে রাখবেন টমেটোটা যতক্ষণ না ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ আপনারা জলটা দেবেন না তাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা গ্রেভির মধ্যে থেকে যাবে এবং স্বাদ একদমই ভালো হবে না । এটাকে একটু সিদ্ধ করে নিতে এবং কমিয়ে নিতে সময় লাগবে ২ থেকে ৩ মিনিট ।
৪. যখন দেখবেন গ্রাভিটা একটু মাখোমাখো হয়ে এসছে এবং টমেটোটাও ভালোভাবে গলে গেছে তখন এটাকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে । এরপর অন্য একটা ফ্লাইং প্যানে নিয়ে নিতে হবে ২ চা চামচ সাদা তেল । এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ কুচনো রসুন এবং ১ চা চামচ কুচনো আদা । আপনারা চাইলে এর মধ্যে সামান্য কুচানো কাঁচা লঙ্কা ও ব্যবহার করতে পারেন । এই মসলা গুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে ।
৫. এগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা পেস্ট । যেহেতু এই পেস্টের মধ্যে কাজুবাদাম রয়েছে তাই এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবেন তা না হলে এটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং তেলটাও ছিটকাতে থাকে । এগুলিকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরা গুঁড়া । এই সময় একবার নুন টা দেখে নেবেন প্রয়োজনে আরো কিছুটা লবণ আপনারা দিয়ে দেবেন । এরপর এইসব মসলা গুলোকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মসলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ।
৬. মসলা থেকে তেলটা ছেড়ে দিলে মিক্সি ধুয়ে এর মধ্যে জলটা দিয়ে দিতে হবে এছাড়াও সাধারণ জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন, যাতে গ্রেভিটা একটু পাতলা হয়ে যায় । এরপর ২ থেকে ৩ মিনিট ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে । এরপরে দিয়ে দিতে হবে ৬ টি ডিম । ডিম গুলিকে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আপনাদের ৪ টুকরো করে লম্বালম্বি কেটে নিতে হবে । আপনারা চাইলে হাফ করেও দিতে পারেন তাতে স্বাদের কোন পার্থক্য হয় না । ডিম গুলিকে গ্রেভির মধ্যে একটু সাজিয়ে দিতে হবে । খুব বেশি গ্রেভিটার সাথে এটা মেশানোর দরকার নেই হালকা একটু নাড়িয়ে গ্রেভির মধ্যে এটাকে ফুটিয়ে নিলেই হবে । ১ থেকে ১.৫ মিনিট এটা ফোটানো হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য কুচানো ধনেপাতা এবং গরম মসলা গুরো । তাহলে আমাদের ডিমের কারি একদম তৈরি ।
৭. এই ডিমের কারীর ( Egg Masala Curry Recipe ) সাথে পরিবেশন করার জন্য আপনারা বানিয়ে নিতে পারেন ফ্রাইড রাইস ( Egg Fried Rice Recipe ) । তার জন্য একটা চাইনিজ করাই নিয়ে নিতে হবে ১৫০ মিলি সাদা তেল । এখানে ১০ জনের পরিমাণে ফ্রাইড রাইস বানানো হয়েছে আপনারা যদি কম পরিমাণে বানাতে চান সে ক্ষেত্রে উপকরণ গুলি সেই বুঝে কমিয়ে দেবেন । তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ থেকে ৩ সত্যিই তারা ফুল, ১ টুকরো দারচিনি, ২ চা চামচ কুচানো রসুন, ২ চা চামচ কুচনো আদা, ২ চা চামচ কুচনো কাঁচা লঙ্কা । এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে এটাকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ।
৮. আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ২ টি কুচনো পেঁয়াজ । এরপর ততক্ষণ ভেজে নিন যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে । এরপরে দিয়ে দিতে হবে ভালো করে কুচিয়ে নেওয়া গাজর, বিন্স এবং ক্যাপসিকাম । এরপর এগুলিকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে । সবজি গুলি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কুচন ও ধনেপাতা এবং পুদিনা পাতার কুচি । এই সময় অবশ্যই স্বাদমতো লবণ দিয়ে দেবেন । ৪ থেকে ৫ মিনিট পরে দেখবেন সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ।
৯. এ সময় দিয়ে দিতে হবে ২ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ২ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ ধনে গুঁড়ো । এবার এসব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে । এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম কমিয়ে রাখবেন তা না হলে মশলা গুলি চলে যাওয়ার সম্ভাবনা থাকে । মসলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ৬ থেকে ৮ টি ডিম । সবগুলোই ডিম দেওয়ার পরে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে । এ সময় চাইলে আপনারা গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিতে পারেন । ডিমগুলি যখন ভালোভাবে রান্না হয়ে যাবে এবং ভূজিয়া আর মতন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা বাসমতি চাল । আপনারা চাইলে সাধারণ চাল ব্যবহার করতে পারেন ।
১০. এরপর দিয়ে দিতে হবে স্বাদমতো নুন, ১ চা চামচ আজিনামোটো ( এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন ), ২ চা চামচ সোয়া সস, ২ চা চামচ টমেটো কেচাপ, ১ চা চামচ ভিনিগার, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো । এবার এই সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের এগ ফ্রাইড রাইস একদম তৈরি ।
তাহলে গরম গরম পরিবেশন করুন এগ ফ্রাইড রাইস ( Egg Fried Rice Recipe ) সাথে ডিমের কারি ( Egg Masala Curry ) ।
অতনুর রান্নাঘর । Atanur Rannaghar | এগ ফ্রাইড রাইস এবং ডিমের স্পেশাল মাসলা কারি | Egg Fried Rice Recipe & Egg Masala Curry